বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৩ ১৪৩১, ০৬ শা'বান ১৪৪৬

ব্রেকিং

উত্তরাঞ্চলে পেট্রোল পাম্প বন্ধের কর্মসূচি প্রত্যাহার, তেল সরবরাহ শুরু জুলাই সনদ বাস্তবায়নের ওপর নির্ভর করবে ভোটের সময়: প্রেস সচিব সংস্কারের নামে ‘বেশি সময় নেওয়ার কৌশল’ জাতি মানবে না: বিএনপি দিল্লির আদলে ‘ক্যাপিটাল সিটি সরকার’ গঠনের প্রস্তাব মন্ত্রণালয়ের সংখ্যা ৪০ থেকে কমিয়ে ২৫টি করার সুপারিশ পুরনো চার বিভাগকে প্রদেশ করার সুপারিশ কারণে-অকারণে অবরোধ, ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন ইউনূসের হাতে কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে সিআইএ’র সব কর্মীকে ‘আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার’ প্রস্তাব বিশ্বব্যাপী ইউএসএইডের কর্মীদের ছুটি দিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার নির্দেশ গাজা ভূখণ্ডের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প

ইসলাম

”নামাযের সময় নবীজী আয়েশা রা.কেও চিনতেন না” এ কিসসাটি প্রমাণিত নয়

 আপডেট: ২২:৪৩, ৯ অক্টোবর ২০২৩

”নামাযের সময় নবীজী আয়েশা রা.কেও চিনতেন না” এ কিসসাটি প্রমাণিত নয়

ছবি: সংগৃহীত

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযকে কতটা গুরুত্ব দিতেন বা নামাযের সময় হলে নবীজীর অবস্থা কেমন হত- একথা বোঝাতে কাউকে কাউকে নিচের কিসসাটি বলতে শোনা যায়।

“একবার নামাযের সময় হলে নবীজী সা. ওযু করছিলেন। এমন সময় আয়েশা রা. তাঁর কাছে গেলে তিনি তাকে চিনতে পারলেন না। জিজ্ঞেস করলেন, তুমি কে?

আয়েশা রা. বললেন, আমি আয়েশা।

নবীজী বললেন, আয়েশা কে?

তিনি বললেন, আবু বকরের মেয়ে।

নবীজী বললেন, আবু বকর কে?

আয়েশা রা. বললেন, ইবনে কুহাফা।”

অর্থাৎ নামাযের সময় ঘনিয়ে আসার কারণে নবীজী নামায নিয়ে এতটাই নিমগ্ন যে, প্রিয় সহধর্মিণী আয়েশা রা.-কেও চিনতে পারছেন না। প্রিয় সাহাবী আবু বকর রা.-কেও চিনতে পারছেন না।

নামায বা জামাতের নামায নবীজীর কাছে কী পরিমাণ গুরুত্বের বিষয় ছিল- তা তো বলাই বাহুল্য। কিন্তু সে কারণে আয়েশা রা.-কেও চিনতে পারছেন না- এমন কথার কোনো ভিত্তি নেই। কোনো নির্ভরযোগ্য সূত্রে তা পাওয়া যায় না।

হাঁ, একটি যয়ীফ বর্ণনায় এর কাছাকাছি অর্থ পাওয়া যায়। বর্ণনাটি হল-

كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- إِذَا نُوْدِيَ بِالأَذَانِ كَأَنَّهُ لاَ يَعْرِفُ أَحَداً مِنَ النَّاسِ.

قال الذهبي في سير أعلام النبلاء (في ترجمة سويد بن غفلة) : هَذَا حَدِيْثٌ ضَعِيْفُ الإِسْنَادِ.

যখন আযান হত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হত, যেন তিনি কাউকে চেনেন না। [দ্রষ্টব্য : তারীখে দিমাশক, ইবনে আসাকির, খ. ৭২, পৃ. ৩৬৭; তারীখু আবি যুরআহ আদদিমাশকী, খ. ১, পৃ. ৬৬০; সিয়ারু আ‘লামিন নুবালা, খ. ৫, পৃ. ২৯ (সুওয়াইদ ইবনে গাফালা রাহ.-এর জীবনী); তাখরীযু আহাদীসিল ইহইয়া, ইরাকী, বর্ণনা ৩৮৭]

আযান শুনলে বা নামাযের সময় হলে রাসুল সা. কী পরিমাণ গুরুত্বের সাথে নামাযের জন্য মসজিদে চলে যেতেন  আয়েশা রা. থেকেই বর্ণিত এ সংক্রান্ত সহীহ হাদীস রয়েছে। আসওয়াদ ইবনে ইয়াযীদ রাহ. বলেন, আমি আয়েশা রা.-কে জিজ্ঞেস করলাম, নবীজী পরিবারে থাকা অবস্থায় কী করতেন। উত্তরে আয়েশা রা. বলেন-

كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا سَمِعَ الأَذَانَ خَرَجَ.

নবীজী সা. পরিবারের খেদমতে নিয়োজিত থাকতেন (পারিবারিক কাজে সহযোগিতা করতেন); যখন আযান শুনতেন সাথে সাথে (নামাযের জন্য মসজিদে) বের হয়ে যেতেন। -সহীহ বুখারী, হাদীস ৫৩৬৩

Online_News_Portal_24