রোববার ২২ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

কুরআন খতম করার পর সূরা বাকারার কিছু অংশ পড়ার মাসায়েল

 প্রকাশিত: ০৬:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২

কুরআন খতম করার পর সূরা বাকারার কিছু অংশ পড়ার মাসায়েল

প্রশ্ন ১১৮২: হাফেজ সাহেবগণ রমযান মাসে তারাবীর নামাযে কুরআন শরীফ খতম করার পর সূরা বাকারার কিছু অংশ পড়ে থাকেন। এ ব্যাপারে শরীয়তের বিধান কী?

উত্তর: এটি একটি মুস্তাহাব আমল। হাদীস শরীফে কুরআন মাজীদ একবার খতম হলে পুনরায় তা শুরু করার কথা এসেছে। সুতরাং এ আমল যেমনিভাবে নামাযের বাইরে উত্তম তেমনিভাবে নামাযের খতমেও তা অনুসরণীয়। অবশ্য ১৯তম রাকাতে খতম করে ২০তম রাকাতে শুরু থেকে না পড়ে উত্তম হল ১৮তম রাকাতে খতম করে শেষ দুই রাকাতে শুরু থেকে কিছু তেলাওয়াত করে নেওয়া। যেন প্রথম ও দ্বিতীয় রাকাতে তেলাওয়াতের ধারাবাহিকতা বহাল থাকে।

-জামে তিরমিযী ২/১৪৩, আলইতকান ১/৩০০, খুলাসাতুল ফাতাওয়া ১/৯৮, আদ্দুররুল মুখতার ১/৫৪৬