বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ফিরিশতাদের ছুটি ঘোষণা : একটি ভিত্তিহীন কাহিনী

 প্রকাশিত: ২১:৩৩, ১৮ অক্টোবর ২০২৩

ফিরিশতাদের ছুটি ঘোষণা : একটি ভিত্তিহীন কাহিনী

কোনো কোনো মানুষকে বলতে শোনা যায়, যেদিন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে এসেছেন (কেউ বলে, যেদিন ভূমিষ্ঠ হয়েছেন) সেদিন আল্লাহ ফিরিশতাদের ছুটি ঘোষণা করেছিলেন!

এটি একটি অমূলক মনগড়া কথা। নির্ভরযোগ্য কোনো সূত্রে তা পাওয়া যায় না।

ফিরিশতাগণ আল্লাহ তা’আলার এক বিশেষ মাখলুক। তাঁরা সর্বদা আল্লাহ তা’আলার অনুগত কখনো নাফরমানী করে না। আল্লাহ যে ফিরিশতাকে যে কাজে নিয়োজিত করেছেন সে কাজে সর্বদা নিয়োজিত থাকে। আর ফিরিশতারা নূরের সৃষ্টি তাদের পানাহার বা বিশ্রামের প্রয়োজন হয় না যে, তাদের ছুটির প্রায়োজন হবে।

আল্লাহ আমাদের এমন মনগড়া কথা বলা থেকে বিরত থাকার তাওফীক দান করুন- আমীন।

Online_News_Portal_24