বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান দায়িত্ব নিলেন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার প্রাথমিকের জন্য ৫ কোটি ৩২ লাখ বইয়ের অনুমোদন পরমাণু বোমা ইরানের হাতের নাগালে আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভে পথে পথে জট, ট্রেন বন্ধ বিচারের শুদ্ধতায় অধ্যাদেশে আপিলের বিধান খুব সীমাবদ্ধ : আইন উপদেষ্টা সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শকের দায়িত্বে টবি ক্যাডম্যান যুক্তরাষ্ট্রে ঘুষের মামলায় অভিযুক্ত গৌতম আদানি গাজা চুক্তিতে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

ইসলাম

আল্লাহর সন্তুষ্টি লাভের সহজ উপায়

আল্লামা মনযুর নোমানী রহঃ

 প্রকাশিত: ১০:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৩

আল্লাহর সন্তুষ্টি লাভের সহজ উপায়

আল্লাহ পাকের সন্তুষ্টি এবং পরকালের মুক্তির জন্য বক্ষমাণ পুস্তুকের আলোচিত বিশটি পাঠ –ইনশাআল্লাহ- যথেষ্ট। এখানে কয়েক ছত্রে পুরো কিতাবের সারাংশ তুলে ধরা হচ্ছে। যাতে মনে রাখা এবং আমল করা সহজ হয়।

১। ইসলামের প্রথম শিক্ষা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি ও জান্নাত লাভের প্রথম শর্ত হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বলে ঈমান আনা এবং এর দাবীর উপর অবিচল থাকা।

২। অত্যাবশ্যক পরিমাণ ধর্মীয় বিধিবিধান শিখে নেয়া এবং সেগুলির উপর আমল করা।

৩। ফরজ ইবাদতসমুহ আদায় করা এবং মানুষের হকগুলো আদায় করা।

৪। আদব-কায়দয় ও স্বভাব-চরিত্রে ভালো থাকা।

৫। কখনো গোনাহ হয়ে গেলে তওবা করা এবং কোনো ব্যক্তির সাথে বাড়াবাড়ি হয়েগেলে বদলা দিয়ে কিংবা মাফ চেয়ে মিটমাট করা।

৬। দুনিয়ার সবকিছু থেকে আল্লাহ ও তার রাসুলকে অধিক মুহাব্বত করা।

৭। দ্বীনের দাওয়াত, খেদমত ও দ্বীন প্রতিষ্ঠার মেহনতের সঙ্গে যুক্ত থাকা।

৮। সমস্ত গোনাহ বিশেষত চুরি, ঘুশখোরি, মিথ্যা, ব্যভিচার, অবৈধ ব্যবসা-বাণিজ্য, হিংসা-পরশ্রীকাতরতা ইত্যাদি কবীরা গোনাহসমুহ থেকে বেঁচে থাকা।

৯। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা এবং প্রতিদিন কিছু পরিমান যিকির ও তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। যেমন কালিমায়ে তামজীদ, তাসবীহে ফাতেমী, দরুদ শরীফ ইত্যাদি পাঠ করা। এর বেশি যিকির করতে চাইলে কোনো যোগ্য ব্যক্তির পরামর্শ নেওয়া।

১০। আলেম-উলামা, পীর-মাশায়েখ তথা ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা পোষণ করা। তাদেরকে ভালোবাসা এবং তাদের সান্নিধ্য গ্রহণ করা। মূলত যারা আল্লাহর নেক বান্দাদের সোহবত পায়, ধীরে ধীরে তাদের মাঝে দ্বীনের সব আমলই এসে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফীক দান করুন, আমীন।

মুসলিম বাংলা