ফ্রান্সে হামলার শিকার হওয়া বাস চালক মারা গেছেন
করোনাভাইরাস পরিস্থিতিতে ফ্রান্সে মাস্ক পরাকে কেন্দ্র করে হামলার শিকার হওয়া বাস চালক ফিলিপ মঙ্গুইয়ো মারা গেছেন। শুক্রবার তার মেয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রবিবার রাতে ওই হামলার পরে হত্যার চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আরো তিন জনের বিরুদ্ধেও হত্যা চেষ্টায় সহযোগিতার মামলা করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে শহরটির মেয়র এটিকে বর্বরোচিত কাজ বলে নিন্দা জানিয়েছেন। তাছাড়াও শহরটিতে বুধবার হাজার হাজার মানুষ প্রতিবাদ মিছিলে অংশ নেয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই অঞ্চলের চালকরা কর্মবিরতি শুরু করেছেন। অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে ফ্রান্সের বাইয়ন শহরে টিকেট ও মাস্ক ছাড়া কয়েকজন লোক বাসে উঠতে চায়। বাধা দিলে লোকগুলো মঙ্গুইয়োকে উপর্যুপরি ঘুষি মারেন। তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করেন চিকিৎসকরা।
অনলাইন নিউজ পোর্টাল