মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৬ ১৪৩২, ০১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

ছয় দফা দাবিতে দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউনের ঘোষণা আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর হামলা তিতাসে বিএনপির কাউন্সিল ঘিরে দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ হজযাত্রীদের জন্য মোবাইল অপারেটরদের বিশেষ রোমিং প্যাকেজ ঘোষণা অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস সিপিসির মে’র শুরুতেই শেখ হাসিনার বিচার: প্রধান উপদেষ্টা ‘গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতেই সংলাপ: আলী রীয়াজ সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আজ জাতীয় আইনগত সহায়তা দিবস চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে সাশ্রয় ৪২০০ কোটি টাকা দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ঢাকায় আসছেন ১০০ ব্যবসায়ী সংস্কার প্রশ্নে জাতীয় স্বার্থকে প্রাধান্যের দাবি নুরের বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে: নিয়াজ খান সুনামগঞ্জ হাওরে বজ্রপাতে কলেজছাত্র নিহত গাজীপুরে গ্যাসের আগুন: দগ্ধ একজনের মৃত্যু দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ বালুচর স্যান্ডি কে ‘দখলে নিল’ বেইজিং কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি ইরানি বন্দরে বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আগেই রাশিয়ায় ইউক্রেনের শতাধিক ড্রোন হামলা

 প্রকাশিত: ২১:৫০, ২৮ এপ্রিল ২০২৫

যুদ্ধবিরতির আগেই রাশিয়ায় ইউক্রেনের শতাধিক ড্রোন হামলা

ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার সীমান্ত শহর ব্রায়ানস্ক, কৃষ্ণ সাগরে টহলরত রুশ যুদ্ধজাহাজ এবং কৃষ্ণ সাগরের তীরবর্তী উপদ্বীপ ক্রিমিয়ায় গত রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইউক্রেন মোট ১১৫টি ড্রোন নিক্ষেপ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত ৮টা ৩০ মিনিট থেকে সোমবার ভোর ৪টা ৩৫ মিনিট পর্যন্ত ব্রায়ানস্কে ১০২টি ড্রোন হামলা চালানো হয়েছে। বাকি ড্রোনগুলো কৃষ্ণ সাগর ও ক্রিমিয়ায় রুশ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়।

রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, বেশিরভাগ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে তাদের বাহিনী, তবে কিছু ড্রোন তাদের লক্ষ্যে আঘাত হানে। ব্রায়ানস্কের গভর্নর আলেক্সান্দার বোগোমাজ টেলিগ্রামে জানিয়েছেন, হামলায় একজন পুরুষ নিহত এবং একজন নারী আহত হয়েছেন।

উল্লেখ্য, ব্রায়ানস্ক এর আগেও ইউক্রেনের হামলার শিকার হয়েছে। গত সপ্তাহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে ভ্লাদিমির পুতিনের ঘোষিত ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনীয় বাহিনী ব্রায়ানস্কে ৮৭টি ড্রোন নিক্ষেপ করেছিল।

অন্যদিকে, ইউক্রেন অভিযোগ করেছে যে এরপর রুশ বাহিনী তাদের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে প্রায় ১২ জন আহত এবং ১০০ জন নিহত হয়েছেন।

এই হামলার ঘটনা এমন সময় ঘটল যখন রাশিয়া আগামী ৮ থেকে ১০ মে পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করেছে।