যুদ্ধবিরতির আগেই রাশিয়ায় ইউক্রেনের শতাধিক ড্রোন হামলা

ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার সীমান্ত শহর ব্রায়ানস্ক, কৃষ্ণ সাগরে টহলরত রুশ যুদ্ধজাহাজ এবং কৃষ্ণ সাগরের তীরবর্তী উপদ্বীপ ক্রিমিয়ায় গত রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইউক্রেন মোট ১১৫টি ড্রোন নিক্ষেপ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত ৮টা ৩০ মিনিট থেকে সোমবার ভোর ৪টা ৩৫ মিনিট পর্যন্ত ব্রায়ানস্কে ১০২টি ড্রোন হামলা চালানো হয়েছে। বাকি ড্রোনগুলো কৃষ্ণ সাগর ও ক্রিমিয়ায় রুশ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়।
রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, বেশিরভাগ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে তাদের বাহিনী, তবে কিছু ড্রোন তাদের লক্ষ্যে আঘাত হানে। ব্রায়ানস্কের গভর্নর আলেক্সান্দার বোগোমাজ টেলিগ্রামে জানিয়েছেন, হামলায় একজন পুরুষ নিহত এবং একজন নারী আহত হয়েছেন।
উল্লেখ্য, ব্রায়ানস্ক এর আগেও ইউক্রেনের হামলার শিকার হয়েছে। গত সপ্তাহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে ভ্লাদিমির পুতিনের ঘোষিত ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনীয় বাহিনী ব্রায়ানস্কে ৮৭টি ড্রোন নিক্ষেপ করেছিল।
অন্যদিকে, ইউক্রেন অভিযোগ করেছে যে এরপর রুশ বাহিনী তাদের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে প্রায় ১২ জন আহত এবং ১০০ জন নিহত হয়েছেন।
এই হামলার ঘটনা এমন সময় ঘটল যখন রাশিয়া আগামী ৮ থেকে ১০ মে পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করেছে।