সোমবার ২৮ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৫ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস সিপিসির মে’র শুরুতেই শেখ হাসিনার বিচার: প্রধান উপদেষ্টা ‘গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতেই সংলাপ: আলী রীয়াজ সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আজ জাতীয় আইনগত সহায়তা দিবস চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে সাশ্রয় ৪২০০ কোটি টাকা দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ঢাকায় আসছেন ১০০ ব্যবসায়ী সংস্কার প্রশ্নে জাতীয় স্বার্থকে প্রাধান্যের দাবি নুরের বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে: নিয়াজ খান সুনামগঞ্জ হাওরে বজ্রপাতে কলেজছাত্র নিহত গাজীপুরে গ্যাসের আগুন: দগ্ধ একজনের মৃত্যু দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ বালুচর স্যান্ডি কে ‘দখলে নিল’ বেইজিং কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি ইরানি বন্দরে বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০

আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি

 প্রকাশিত: ১২:২৬, ২৮ এপ্রিল ২০২৫

কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টানা কয়েক রাত ধরে ভারত-পনিস্তানের সেনা মধ্যে থেমে থেমে গুলোগুলি চলে আসছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে গতরাতেও টানা চতুর্থ রাতের মতো এলওসিতে গুলি চলেছে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এপ্রিল ২৭ থেকে ২৮-এর রাতের মধ্যে, পাকিস্তান সেনাবাহিনীর পোস্টগুলো কুপওয়াড়া ও পুঞ্চ জেলার সীমান্তের ওপার থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ভারতীয় বাহিনীও দ্রুত এবং কার্যকরভাবে পাল্টা জবাব দেয়।

পুঞ্চ সেক্টরে এবারই প্রথমবারের মতো পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটল।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।  

এর আগে গত বৃহস্পতিবার  (২৪ এপ্রিল)  দিবাগত রাতে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। রোববারও  (২৭ এপ্রিল) কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটে। পাকিস্তানের দাবি কোনও ধরনের প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখায় গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনারা, পরে পাকিস্তানও পাল্টা গুলি চালিয়ে জবাব দিয়েছে তবে ভারতীয় কর্তৃপক্ষের দাবি এর উল্টো।

এদিকে পাহালগাম হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিন সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। তারা হলেন, পাকিস্তানের বাসিন্দা হাশিম মুসা ওরফে সুলেমান এবং আলি ভাই ওরফে তালহা ভাই, এবং কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা আদিল হুসেন ঠোকার।

তাদের ধরিয়ে দিতে সাহায্যকারী যে কোনো তথ্যের জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।