রোববার ২৭ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৪ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

আন্তর্জাতিক

সিন্ধুর পানি নিয়ে ভারত-পাকিস্তান সংঘাত: মুজাফ্ফরাবাদে বন্যা সতর্কতা

 প্রকাশিত: ২৩:০১, ২৬ এপ্রিল ২০২৫

সিন্ধুর পানি নিয়ে ভারত-পাকিস্তান সংঘাত: মুজাফ্ফরাবাদে বন্যা সতর্কতা

পাকিস্তানের কাশ্মিরের প্রধান নদীতে হঠাৎ করে বেড়েছে পানির প্রবাহ।

পাকিস্তানশাসিত কাশ্মিরের প্রধান নদী ঝিলাম-এ পানির প্রবাহ হঠাৎ বেড়ে যাওয়ায় অঞ্চলটিতে মাঝারি মাত্রার বন্যা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) মুজাফ্ফরবাদের বিভাগীয় প্রশাসন এক বিবৃতিতে জানায়: "ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছেড়ে দেওয়ায় হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে।"

পাকিস্তানের সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানায়, ভারত পাকিস্তানকে কোনো পূর্বাবহিত না করেই অতিরিক্ত পানি ছাড়ে, ফলে দ্রুত পানির স্তর বৃদ্ধি পায়। বন্যা পরিস্থিতির কারণে মসজিদ থেকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয় এবং নদী তীরবর্তী মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ এলাকা থেকে ঝিলামের পানি নেমে এসে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করছে। ঝিলাম নদী সিন্ধু নদের একটি গুরুত্বপূর্ণ উপনদী। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন চুক্তি রয়েছে, যার মাধ্যমে উভয় দেশ নিজেদের নদীর পানি ব্যবস্থাপনার দায়িত্ব ভাগ করে নিয়েছে।

গত মঙ্গলবার জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জনের প্রাণহানির পর, ভারত পাকিস্তানের বিরুদ্ধে পরোক্ষভাবে হামলায় জড়িত থাকার অভিযোগ তোলে। এর পরিপ্রেক্ষিতে:

ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। নয়াদিল্লি জানায়, পাকিস্তানে এক ফোঁটা পানিও পাঠানো হবে না। ভারতের জলশক্তিমন্ত্রী সি আর পাতিল জানান: "পাকিস্তানে যাতে এক ফোঁটাও পানি না যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: নদীর ড্রেজিং কাজ সম্পন্ন করা, পানির প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া।

পাতিল এক্স (টুইটার)-এ লেখেন: "শিগগিরই প্রবাহ বন্ধের কাজ শুরু হবে।"

ভারতের এই পদক্ষেপের জবাবে, পাকিস্তানও কঠোর হুঁশিয়ারি দেয়। পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ বন্ধের চেষ্টা করা হলে, সেটিকে তারা "যুদ্ধের কার্যক্রম" হিসেবে বিবেচনা করবে এবং তার উপযুক্ত সামরিক প্রতিক্রিয়া দেবে।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো শনিবার এক জনসভায় বলেন:

"সিন্ধু আমাদের আছে, সিন্ধু আমাদের থাকবে— হয় এটি দিয়ে আমাদের পানির স্রোত বইবে নয়তো তাদের (ভারতীয়দের) রক্ত বইবে।"