শনিবার ২৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৩ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

অন্তিম শয়ানের আগে ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে লাখো মানুষ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিচ্ছেন যারা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আ.লীগের বিচার হতে হবে, সমাবেশে শহীদদের স্বজনরা কেউ যাতে নিপীড়নের মুখে না পড়ে এমন বাংলাদেশ গড়তে চাই: আলী রীয়াজ দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত ৫ মে-জুনের গরমে কতটা আরাম দেবে বিদ্যুৎ? মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ২ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের বর্ণিল আয়োজনে চট্টগ্রামে চলছে স্যানমার ঈদ ফেস্টিভ্যাল সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত, কতটা ক্ষতি হবে পাকিস্তানের? ‘নিজেরাই সামলে নেবে’, ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে ট্রাম্প ভারত ও পাকিস্তানের সেনাদের ফের গোলাগুলি চুক্তির ‘খুব কাছে’ রাশিয়া-ইউক্রেইন, বললেন ট্রাম্প পহেলগাঁও কাণ্ড : আসামে গ্রেপ্তার করা হলো ৬ মুসলিমকে চীনকে অবশ্যই এআই চিপ চ্যালেঞ্জ ‘কাটিয়ে উঠতে’ হবে : শি জিনপিং `দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ছেলে ফিরেনি` - শহীদ আরাফাতের মায়ের আক্ষেপ

আন্তর্জাতিক

অন্তিম শয়ানের আগে ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে লাখো মানুষ

 আপডেট: ১৪:৩০, ২৬ এপ্রিল ২০২৫

অন্তিম শয়ানের আগে ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে লাখো মানুষ

পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে হাজির হয়েছেন ভক্তরা।

অন্তিম শয়ানের আগে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা হাজির হয়েছেন।

শনিবার সেইন্ট পিটার’স চত্বরে স্থানীয় সময় দুপুর ২টা থেকে শুরু হতে যাওয়া প্রার্থনাসভায় অংশ নিয়ে তারা ফ্রান্সিসের পোপ থাকাকালীন কখনো শান্ত, কখনো উত্তাল সময়কে স্মরণ করবেন, জানাবেন ক্যাথলিক চার্চকে বদলে দিতে চাওয়া সাদামাটা পোপের প্রতি সম্মান।

এই অনুষ্ঠানে দেড়শর বেশি দেশের প্রতিনিধিরা উপস্থিতি থাকবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদের মধ্যে থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও, অভিবাসন প্রসঙ্গে যার সঙ্গে পোপের দৃষ্টিভঙ্গির যোজন যোজন দূরত্ব প্রায়ই দৃষ্টিগোচর হয়েছে।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফ্রান্সিস ৮৮ বছর বয়সে গত সপ্তাহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরপরই প্রায় দেড়শ কোটি অনুসারীর ক্যাথলিক চার্চ পোপ বিদায়ের প্রাচীন রীতি ও আনুষ্ঠানিকতা শুরু করে।

 

শোকার্ত মানুষকে শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় শায়িত অবস্থায় রাখা পোপ ফ্রান্সিসের মরদেহ। ছবি: রয়টার্স

শোকার্ত মানুষকে শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় শায়িত অবস্থায় রাখা পোপ ফ্রান্সিসের মরদেহ। ছবি: রয়টার্স

শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পোপের মরদেহ ষোড়শ শতাব্দীতে নির্মিত সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় শায়িত রাখা হয়। এই সময়ের মধ্যে প্রায় আড়াই লাখ মানুষ তার কফিনকে আবর্তন করেছে বলে জানিয়েছে ভ্যাটিকান।

শনিবার ফ্রান্সিসের কফিনবন্দি মরদেহ ওই ব্যাসিলিকার মূল দরজা দিয়ে বাইরে নিয়ে আসা হবে, এরপর চত্বরে শুরু হবে অন্তিম প্রার্থনা, যেখানে প্রয়াত পোপের কফিনের এক পাশে থাকবেন বিদেশি অতিথিরা, বিপরীত পাশে থাকবেন লাল টুপি পরা কয়েকশ কার্ডিনাল।

ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ট্রাম্প, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ছাড়াও ব্রিটিশ রাজা চার্লস, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানরা এরই মধ্যে ভ্যাটিকানে পৌঁছেছেন বলে জানিয়েছে বিবিসি।

 

 

ইতালি, ফিলিপিন্স, জার্মানি, আর্জেন্টিনা, পোল্যান্ড ও গ্যাবনের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্য ও নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ইউরোপের বিভিন্ন রাজপরিবারের অসংখ্য সদস্যেরও এই প্রার্থনায় থাকার কথা।

ব্যাসিলিকায় যাওয়ার প্রধান রাস্তা ও পাথর বসানো বিশাল খোলা চত্বর ভরে প্রায় আড়াই লাখ শোকার্ত ভক্ত এই অনুষ্ঠানে যোগ দেবেন বলেও আশা করছে ভ্যাটিকান; অনুষ্ঠানটি পরিচালনা করবেন ইতালির ৯১ বছর বয়সী পুরোহিত জিওভান্নি বাত্তিস্ত রে।

দেড় ঘণ্টার এই প্রার্থনাসভা শেষে ফ্রান্সিসের মরদেহ নিয়ে যাওয়া হবে সান্তা মারিয়া ম্যাগিওরের ব্যাসিলিকায়, সেখানেই সমাধিস্থ করা হবে প্রায় ১ হাজার ৩০০ বছরের মধ্যে প্রথম অ-ইউরোপীয় এ পোপকে, যিনি তার ১২ বছরের নেতৃত্বকালে দরিদ্র ও প্রান্তিক মানুষজনের পক্ষ নিয়ে ধনীদের বিরুদ্ধে সরব ছিলেন, জলবায়ু পরিবর্তন রোধ ও অভিবাসীদের সাহায্যে যাকে প্রায়ই কথা বলতে দেখা গেছে।

তাকে সমাধিস্থ করার পর শুরু হবে ৯ দিনের শোক। এরপর সবার মনোযোগ যাবে নতুন পোপ নির্বাচনে।