ক্ষত্রিয় গোরক্ষক দলের নামে আগ্রায় যুবক খুন, ২ হাজার ৬০০ মুসলিমকে হত্যার হুমকি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ২৬ জনকে হত্যার ঘটনার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে, দেশটির আগ্রায় এক মুসলিম যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত গুলফাম আগ্রায় একটি বিরিয়ানির দোকান চালাতেন।
সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, গত ২৩ এপ্রিল মধ্যরাতে তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলফামকে গুলি করে। প্রত্যক্ষদর্শী ও গুলফামের চাচাত ভাই সাইফ আলী জানান, দুষ্কৃতিকারীরা কোনো কথা ছাড়াই গুলফামের বুকে গুলি করে। সাইফ আলী বেরিয়ে এলে তাকেও গুলি করা হয়, তবে গুলিটি তার ঘাড়ে লাগায় তিনি প্রাণে বেঁচে যান।
হামলার একদিন পর, অভিযুক্তদের একজন সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে সে জম্মু-কাশ্মীরে ২৬ জনকে হত্যার প্রতিশোধ হিসেবে ২ হাজার ৬০০ জন মুসলিমকে হত্যার হুমকি দেয় এবং নিজেকে ক্ষত্রিয় গোরক্ষক দলের সদস্য হিসেবে পরিচয় দেয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ একজনকে আটক করেছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিকে ভিডিওতে দেখা গেছে।
নিহত গুলফামের মা জুবাইদা কান্না জড়িত কণ্ঠে বলেন, যদি তারা কাশ্মীরের হামলার বদলা নিতে চাইত, তবে তার ছেলেকে মারধর বা আহত করতে পারত, যাতে সে বেঁচে থাকত।
পুলিশের প্রাথমিক ধারণা, হামলাকারী রাজনৈতিক সুরক্ষা পাওয়ার জন্য ক্ষত্রিয় গোরক্ষক দলের সদস্য হিসেবে মিথ্যা পরিচয় দিচ্ছে।
এদিকে, হামলার পর গুলফামের চাচাত ভাই সাইফ আলী নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিশেষ করে হামলাকারীর ২ হাজার ৬০০ জন মুসলিমকে হত্যার হুমকির পর তিনি বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন।