শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, বৈশাখ ১২ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

তারেক রহমানের নেতৃত্ব দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করলো শিক্ষা মন্ত্রণালয় ঐকমত্য কমিশনের অপেক্ষায় নয়, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন: সিইসি গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ মার্চে সড়ক, রেল ও নৌপথে ৬৬৪ জনের প্রাণহানি ‘এতো মানুষ মারা গেল, রানাদের শাস্তি হলো না’ ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার রোহিঙ্গা প্রত্যাবাসনের গুরুত্বপূর্ণ উপায় মিয়ানমারের অপরাধ চিহ্নিত করা: প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা রোমে যাবেন ‘ইলেকশন সার্ভিস কমিশন’ গঠনে কাজ শুরু করেছে ইসি কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল, সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে কাতারকে আহ্বান: ড. মুহাম্মদ ইউনূস মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু সিদ্ধান্ত পাল্টে ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক সার্ক ভিসা স্কিমের অধীনেও ভারতে ভিসা পাবে না পাকিস্তানিরা, একাধিক সিদ্ধান্ত দিল্লির বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প

আন্তর্জাতিক

ডিজিটাল আইন লঙ্ঘনের অভিযোগে অ্যাপল ও মেটার বিপুল অর্থদণ্ড

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৮:০২, ২৪ এপ্রিল ২০২৫

ডিজিটাল আইন লঙ্ঘনের অভিযোগে অ্যাপল ও মেটার বিপুল অর্থদণ্ড

ডিজিটাল আইন ভাঙায় অ্যাপল ও মেটাকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা করল ইইউ

ডিজিটাল বাজারে প্রতিযোগিতা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে অ্যাপল এবং মেটাকে মোট ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো এবং মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বুধবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশন এই সিদ্ধান্ত জানায়।

ইইউ জানায়, এই দুটি প্রযুক্তি জায়ান্ট ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘন করেছে। ২০২২ সালে কার্যকর হওয়া এই আইনের অধীনে এটি প্রথম জরিমানা। আইন অনুযায়ী, বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে প্রতিযোগীদের জন্য খোলা রাখতে হয় তাদের প্ল্যাটফর্ম। তবে অ্যাপল এবং মেটা সেই শর্ত না মানায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ, তাদের অ্যাপ স্টোরে কড়া নিয়ম আরোপ করে তারা প্রতিযোগীদের জন্য অসুবিধা সৃষ্টি করেছে। অপরদিকে মেটা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাপে সাবস্ক্রিপশন মডেল চালু করে ব্যবহারকারীদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ সীমিত করেছে।

অ্যাপল ও মেটা এই জরিমানার বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে। অ্যাপল বলেছে, এই আইন ব্যবহারকারীদের নিরাপত্তা হুমকিতে ফেলতে পারে। মেটা অভিযোগ করেছে, কমিশনের সিদ্ধান্ত তাদের ব্যবসায়িক মডেলকে ক্ষতিগ্রস্ত করছে।

বিশ্লেষকেরা বলছেন, ইইউর এই পদক্ষেপ বিশ্বব্যাপী সফটওয়্যার ডেভেলপারদের জন্য ইতিবাচক বার্তা। এপিক গেমসের প্রধান টিম সুইনি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি প্রযুক্তি বাজারে স্বচ্ছতা ও ন্যায্যতার জন্য এক বড় ধাপ।

ভোক্তা সুরক্ষা সংগঠন বিউকের প্রধান অগাস্টিন রেইনা বলেন, অ্যাপল ও মেটা ইচ্ছাকৃতভাবে আইনের ব্যাখ্যা এড়িয়ে গেছে। ইইউ পার্লামেন্টের সদস্যরাও কঠোর অবস্থান নিয়েছেন—বলে দিয়েছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইইউর চলমান শুল্ক বিরোধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে কৌশলগত বলেও মনে করছেন কেউ কেউ। ট্রাম্প ইইউর আইনকে ‘অন্যায্য’ বলায় এ নিয়ে ভবিষ্যতে আরও উত্তেজনা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত ইউরোপের ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও প্রযুক্তি বাজারে ন্যায্য প্রতিযোগিতা বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এখন দেখার বিষয়—এই জরিমানার প্রভাব কতদূর গড়ায় এবং যুক্তরাষ্ট্র ও ইইউর সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে।