পেহেলগামে হামলা:পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাঁচ দফা কঠোর পদক্ষেপ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। আজ বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্তগুলো গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সংবাদমাধ্যমকে এসব পদক্ষেপের বিস্তারিত জানান।
ভারতের নেওয়া পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
১. সিন্ধু পানি চুক্তি স্থগিত: ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এর ফলে পাকিস্তান চুক্তি অনুযায়ী যে পরিমাণ পানি পেত, তা আর পাবে না। এই গ্রীষ্মকালেই এর বড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
২. আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ: আগামীকাল পাকিস্তানের সঙ্গে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলসীমান্ত আটারি-ওয়াঘা বন্ধ করে দেওয়া হচ্ছে। বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ১ মে’র মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে।
৩. দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক হ্রাস: দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের সব সামরিক উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করা হয়েছে। একইভাবে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদেরও ফিরিয়ে নেওয়া হচ্ছে।
৪. হাইকমিশনের কর্মকর্তা সংখ্যা হ্রাস: উভয় দেশের হাইকমিশনে কর্মরত কর্মকর্তার সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫. সার্ক ভিসা বাতিল ও সীমান্তচৌকি বন্ধ: পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং সব সার্ক ভিসা বাতিল করা হয়েছে। বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারত সরকার জানিয়েছে, কাশ্মীরের বৈসরণ উপত্যকায় গতকাল ঘটে যাওয়া এই হামলা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর অঞ্চলটিতে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী তৎপরতা। এ ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ এনে ভারত আন্তর্জাতিক অঙ্গনেও চাপ প্রয়োগের উদ্যোগ নিচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।