জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ সরকার ভারতের জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং এই নির্বোধ সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশ বরাবরই জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছে।