বুধবার ২৩ এপ্রিল ২০২৫, বৈশাখ ৯ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৪৪তম বিসিএসের ২২২ জন পরীক্ষার্থীর ভাইভা স্থগিত সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়েনি: ডিএমপি দ্বিতীয় ইনিংসে চাপে বাংলাদেশ একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে বিএনপি সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তিন অঞ্চলে ৬০ কি. মি বেগে ঝড় হতে পারে এবারের বর্ষায়ও বন্যার কবলে পড়ার শঙ্কা ফেনীবাসীর ‘শখে’ জাল ফেলে উঠল ৩০ কেজির বাঘাইড়, বিক্রি ৩৫ হাজারে সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা এক মাস না যেতেই ট্রেজারি বিলের সুদহার বাড়ল আর্থনা সম্মেলনে যোগ দিতে দোহায় প্রধান উপদেষ্টা মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে ‘অগ্রাধিকার’ স্ট্রোক এবং হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় পোপের: ভ্যাটিকান রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ অর্থায়ন: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর

আন্তর্জাতিক

ক্ষুদ্রঋণেই বদলে যায় জীবন: দোহায় আর্থনা সম্মেলনে ড. ইউনূস

 প্রকাশিত: ২১:২৭, ২২ এপ্রিল ২০২৫

ক্ষুদ্রঋণেই বদলে যায় জীবন: দোহায় আর্থনা সম্মেলনে ড. ইউনূস

কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্র মানুষের জীবন কীভাবে বদলে যায়, সে গল্প তুলে ধরেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ এপ্রিল) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে ড. ইউনূস বলেন, “আজ আমি সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণে নিজের সরাসরি অভিজ্ঞতা শেয়ার করছিযা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

তিনি বলেন, জামানতবিহীন ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক মানুষদের জীবনধারণের পথ খুলে গেছে। এতে শুধু ব্যক্তির নয়, গোটা পরিবারের দারিদ্র্য ঘোচানো সম্ভব হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “দারিদ্র্য গরিব মানুষের সৃষ্টি নয়, এটি এক ধরনের বৈষম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার ফল, যেখানে সম্পদ ক্রমাগত কেন্দ্রীয়ভাবে জমা হতে থাকে।”

ড. ইউনূস আরও বলেন, “বাংলাদেশে বিশেষ করে গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণের সফলতা প্রমাণ করেছে। জামানতবিহীন ঋণের মাধ্যমে গ্রামবাংলার নারীদের ক্ষমতায়ন করে তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এই মডেল এখন বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে।”

দুই দিনব্যাপী এই সম্মেলন ২২ ও ২৩ এপ্রিল দোহায় অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন।