‘অতি গোপনীয়’ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অস্ত্রের কথা জানাল ইরান

ইরানের তৈরি ড্রোনের বহর। ছবি: রয়টার্স
ইরান নিজস্বভাবে তৈরি এমন কিছু ‘অতি গোপনীয়’ অস্ত্রের তথ্য প্রকাশ করেছে, যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সক্ষমতায় সমৃদ্ধ। এই অস্ত্রগুলো শত্রুর যেকোনো হুমকি মোকাবেলায় ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওউমার্স হেইদারি।
গত শনিবার আল–আলম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি বলেন, “আমাদের হাতে রয়েছে কিছু অত্যাধুনিক অস্ত্র, যেগুলোর কয়েকটি অত্যন্ত গোপনীয়। এতটাই উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যে, সেগুলোর কার্যক্ষমতা প্রচলিত অস্ত্রের গণ্ডি ছাড়িয়ে গেছে।”
তিনি আরও জানান, এসব অস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করা হয়েছে। যদিও অস্ত্রগুলোকে এখনো প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, তবে এগুলোর কৌশলগত গুরুত্ব অপরিসীম।
ইরাকের সঙ্গে ৮ বছরের যুদ্ধে অভিজ্ঞতা অর্জনের পর ইরানের পদাতিক বাহিনী প্রযুক্তি, গতিশীলতা এবং হামলার সক্ষমতার দিক থেকে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে বলেও জানান তিনি।
দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি সামরিক বাহিনীর প্রশংসা করে বলেন, “ইরানের সেনাবাহিনী এখন পশ্চিম এশিয়ায় অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। এটি অন্য দেশগুলোর জন্য একটি মডেল।”
গাজায় ইসরায়েলি বাহিনীর সহিংসতা শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে সংকট দেখা দিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তেহরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। ইরান ও ইসরায়েলও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালানোর হুমকিও দিয়েছে ইসরায়েল সরকার।