মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, বৈশাখ ৯ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৪৪তম বিসিএসের ২২২ জন পরীক্ষার্থীর ভাইভা স্থগিত সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়েনি: ডিএমপি দ্বিতীয় ইনিংসে চাপে বাংলাদেশ একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে বিএনপি সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ তিন অঞ্চলে ৬০ কি. মি বেগে ঝড় হতে পারে এবারের বর্ষায়ও বন্যার কবলে পড়ার শঙ্কা ফেনীবাসীর ‘শখে’ জাল ফেলে উঠল ৩০ কেজির বাঘাইড়, বিক্রি ৩৫ হাজারে সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা এক মাস না যেতেই ট্রেজারি বিলের সুদহার বাড়ল আর্থনা সম্মেলনে যোগ দিতে দোহায় প্রধান উপদেষ্টা মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে ‘অগ্রাধিকার’ স্ট্রোক এবং হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় পোপের: ভ্যাটিকান রাজস্ব আদায়ে ৯ মাসে ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ অর্থায়ন: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর

আন্তর্জাতিক

স্ট্রোক এবং হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় পোপের: ভ্যাটিকান

 প্রকাশিত: ০৯:৫৫, ২২ এপ্রিল ২০২৫

স্ট্রোক এবং হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় পোপের: ভ্যাটিকান

রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা গেছেন স্ট্রোক করে এবং হৃদযন্ত্র বিকল হয়ে। ভ্যাটিকানের চিকিৎসক আন্দ্রিয়া আরকেনগেলি সোমবার এক মৃত্যুসনদে একথা লিখেছেন।

ভ্যাটিকানের প্রকাশিত এই সনদে বলা হয়েছে, সোমবার সকালে পোপ কোমায় চলে গিয়েছিলেন। তাছাড়া, পোপ উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিসেও ভুগছিলেন বলে জানানো হয় এতে।

পোপ মারা যাওয়ার প্রায় ১২ ঘণ্টা পর কীভাবে তার মৃত্যু হয়েছিল তা এই সনদ প্রকাশ করে ঘোষণা করল ভ্যাটিকান।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ভ্যাটিকানে ফিরেছিলেন এক যুগ ধরে রোমান ক্যাথলিকদের নেতৃত্ব দিয়ে আসা ফ্রান্সিস।

রোববার হুইলচেয়ারে বসে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে হাত নেড়ে ইস্টারের শুভকামনা জানিয়েছিলেন। তার পরদিনই তার মৃত্যুর খবর আসে।

ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফারেল সোমবার এক বিবৃবিতে কেবল পোপের মৃত্যুসংবাদ জানিয়েছিলেন। কিন্তু কীভাবে পোপ মারা গেলেন সে ব্যাপারে বিস্তারিত কিছু তখন জানানো হয়নি।

ভ্যাটিকান এবার পোপের মৃত্যু কারণ খোলাসা করল। এ ধর্মগুরুর মৃত্যু হয়েছে এমন এক সময়ে, যখন রোমান ক্যাথলিক চার্চের অনুসারীরা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ এক পরব পার করছেন।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ইস্টার সানডেতে দুর্বল শরীর নিয়ে ফ্রান্সিস সেইন্ট পিটারস চত্বরে জড়ো হওয়া ভক্তদের শুভকামনা জানিয়েছিলেন।

তার মৃত্যুর খবর পাওয়ার পর ক্যাথলিকদের মনেও বারবার এই সময়ের প্রসঙ্গই উঠে আসছে। বিশ্বের সবচেয়ে বেশি ক্যাথলিক জনগোষ্ঠীর দেশ ব্রাজিল পোপের মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা করেছে।

স্পেনের জনসংখ্যার অর্ধেকেরও বেশি ক্যাথলিক, ইউরোপের এ দেশটিতেও পোপের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।