পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া

পোপ ফ্রান্সিস। ছবি: রয়টার্স।
রোমান ক্যাথলিক গির্জার প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ভ্যাটিকান তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, সম্প্রতি তিনি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের কিয়ার স্টারমার, ভারতের নরেন্দ্র মোদী, ফিলিপিন্সের মারকোস জুনিয়র, ব্রিটেনের রাজা চার্লসসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা গভীর শোক প্রকাশ করেছেন।
নেতারা পোপ ফ্রান্সিসের বিনয়ী ও মানবিক নেতৃত্ব, দরিদ্র-প্রান্তিকদের প্রতি সহানুভূতি এবং শান্তির বাণী ছড়ানোর ভূয়সী প্রশংসা করেছেন। ফিলিপিন্স, লেবানন, জার্মানি, রাশিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স, ইসরায়েলসহ বহু দেশের নেতারা এই আধ্যাত্মিক নেতার অবদানকে চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন।
বিশ্বজুড়ে ক্যাথলিক ও খ্রিস্টান সম্প্রদায় তার আত্মার শান্তি কামনায় প্রার্থনায় মিলিত হচ্ছে।