ইস্টারে হামলা বন্ধে নিজের ঘোষণা মানছেন না পুতিন, অভিযোগ জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (বাঁয়ে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের ঘোষণা অনুযায়ী ইস্টার সানডে উপলক্ষে অস্ত্রবিরতি পালন করছেন না। পুতিন ৩০ ঘণ্টার অস্ত্রবিরতির ঘোষণা দিলেও, জেলেনস্কি দাবি করেন যে, অস্ত্রবিরতির সময়েও ইউক্রেনে রুশ হামলা চলছে। তিনি বলেন, রুশ ড্রোন আকাশে উড়ছে এবং গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
পুতিন শনিবার মস্কোতে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর অস্ত্রবিরতির ঘোষণা দেন, যা মূলত খ্রিষ্টানদের ইস্টার সানডে উদযাপনকে সামনে রেখে। তবে, পুতিনের ঘোষণা অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে হামলা বন্ধ রাখার পাশাপাশি, রুশ বাহিনীকে সম্ভাব্য ইউক্রেনীয় হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, "এটি পুতিনের আরেকটি অপচেষ্টা, যেখানে তিনি মানুষের জীবন নিয়ে খেলছেন।" তিনি আরও দাবি করেন যে, পুতিনের পক্ষ থেকে অস্ত্রবিরতি ঘোষণা হলেও, রাশিয়ার কুরস্ক এবং বেলগোরোদে লড়াই অব্যাহত রয়েছে এবং ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ ড্রোন উড়ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, যা এখনও চলমান। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে তা সফল হয়নি।