সোমবার ২১ এপ্রিল ২০২৫, বৈশাখ ৭ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যায় সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে ঈদে ‘ভোগান্তিমুক্ত পরিবেশ’, কর্মকর্তাদের ধন্যবাদ ইউনূসের মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি নসরুল হামিদের ৩৮ কোটি টাকার সম্পদ জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ খাটে দম্পতির লাশ, চিরকুটে পাশাপাশি কবর দেওয়ার অনুরোধ ৪৮ ঘণ্টা সময় দিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা, লং মার্চের হুঁশিয়ারি গাজায় ইসরায়েলি অবরোধে চরম মানবিক বিপর্যয়, ভয়াবহ খাদ্য ও ওষুধ সংকট ১৪৬ রানে ৭ উইকেট, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, সর্বদলীয় ঐকমত্য গঠনে তৎপরতা

আন্তর্জাতিক

ইস্টারে হামলা বন্ধে নিজের ঘোষণা মানছেন না পুতিন, অভিযোগ জেলেনস্কির

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:২৪, ২০ এপ্রিল ২০২৫

ইস্টারে হামলা বন্ধে নিজের ঘোষণা মানছেন না পুতিন, অভিযোগ জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (বাঁয়ে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের ঘোষণা অনুযায়ী ইস্টার সানডে উপলক্ষে অস্ত্রবিরতি পালন করছেন না। পুতিন ৩০ ঘণ্টার অস্ত্রবিরতির ঘোষণা দিলেও, জেলেনস্কি দাবি করেন যে, অস্ত্রবিরতির সময়েও ইউক্রেনে রুশ হামলা চলছে। তিনি বলেন, রুশ ড্রোন আকাশে উড়ছে এবং গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

পুতিন শনিবার মস্কোতে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর অস্ত্রবিরতির ঘোষণা দেন, যা মূলত খ্রিষ্টানদের ইস্টার সানডে উদযাপনকে সামনে রেখে। তবে, পুতিনের ঘোষণা অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে হামলা বন্ধ রাখার পাশাপাশি, রুশ বাহিনীকে সম্ভাব্য ইউক্রেনীয় হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, "এটি পুতিনের আরেকটি অপচেষ্টা, যেখানে তিনি মানুষের জীবন নিয়ে খেলছেন।" তিনি আরও দাবি করেন যে, পুতিনের পক্ষ থেকে অস্ত্রবিরতি ঘোষণা হলেও, রাশিয়ার কুরস্ক এবং বেলগোরোদে লড়াই অব্যাহত রয়েছে এবং ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ ড্রোন উড়ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, যা এখনও চলমান। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে তা সফল হয়নি।