ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ অভিবাসন, গাজা-ইউক্রেন নীতি ও চাকরি ছাঁটাইয়ের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে ফের রাজপথে নেমেছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, শিকাগোসহ বড় শহরগুলোতে এই বিক্ষোভ হয়। অভিবাসী বিতাড়ন, সরকারি চাকরিতে ছাঁটাই, গাজা ও ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থানের বিরোধিতা করে মানুষ প্রতিবাদে শামিল হন।
হোয়াইট হাউসের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয় অনেক বিক্ষোভকারী। স্লোগানে স্লোগানে তাঁরা জানান, 'শ্রমিকদের শক্তি থাকা উচিত', 'রাজতন্ত্র নয়', 'ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো', 'অত্যাচার রুখে দাও', 'অভিবাসীদের স্বাগত'। অন্যান্য শহরেও একই ধরনের বার্তা বহন করে প্রতিবাদ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া কেউ কেউ ফিলিস্তিনি পতাকা ও কেফিয়েহ পরে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলেন। আবার কেউ ইউক্রেনের পতাকা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানান।
লাফায়েট স্কয়ারে এক বিক্ষোভকারী বলেন, "ট্রাম্প প্রশাসন অভিবাসীদের তাড়াতে আইন ব্যবহার করছে। আমরা প্রতিবেশীদের বাঁচাতে প্রতিরোধ গড়ে তুলছি।"
বিক্ষোভকারীরা ট্রাম্পের প্রশাসনের জলবায়ু ও স্বাস্থ্যনীতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। সম্প্রতি তাঁর গঠিত সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্কের অধীনে প্রায় ২ লাখ সরকারি চাকরি বাতিল হয়েছে। অনেক বিদেশি শিক্ষার্থীকে আটক ও ফেরত পাঠানোরও অভিযোগ রয়েছে।
এটাই ছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে দ্বিতীয় বড় বিক্ষোভ। আয়োজক সংগঠন "৫০৫০১" জানায়, ৫০ অঙ্গরাজ্যে একযোগে ৪০০টি প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছে, যার নাম 'ন্যাশনাল ডে অব অ্যাকশন'। ব্যানারে লেখা ছিল, 'ঘৃণায় কোনো জাতি মহান হয় না', 'সবার অধিকার মানে আপনার অধিকার কম নয়।'