ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ
ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেছেন।
হুথি মুখপাত্র এক বিবৃতিতে জানান, শুক্রবার সন্ধ্যায় বেন গুরিয়ন বিমানবন্দরের নিকটবর্তী একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে কয়েকটি জুলফিকার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে, ক্ষেপণাস্ত্রগুলো বিমানবন্দরে আঘাত হানতে পারেনি এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করা হয় বলে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে।
এছাড়া, একই দিন লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর পাশাপাশি, একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি গোষ্ঠী।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাস ইসার তেলের টার্মিনালে হামলা চালায়, যাতে অন্তত ৭৪ জন নিহত হন এবং আরও ১৭ জন আহত হন। হুথি গোষ্ঠী এ হামলার প্রতিশোধ হিসেবে পাল্টা আক্রমণ চালিয়েছে।
হুথি মুখপাত্র সতর্ক করে দিয়ে বলেন, "যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে, তবে পাল্টা হামলা এবং সংঘাতের পরিমাণ আরও বাড়বে, কমবে না।"