রোববার ২০ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশের গণতন্ত্রে মাইলফলক হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:৩১, ১৯ এপ্রিল ২০২৫

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ

ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেছেন।

হুথি মুখপাত্র এক বিবৃতিতে জানান, শুক্রবার সন্ধ্যায় বেন গুরিয়ন বিমানবন্দরের নিকটবর্তী একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে কয়েকটি জুলফিকার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে, ক্ষেপণাস্ত্রগুলো বিমানবন্দরে আঘাত হানতে পারেনি এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করা হয় বলে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে।

এছাড়া, একই দিন লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর পাশাপাশি, একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি গোষ্ঠী।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাস ইসার তেলের টার্মিনালে হামলা চালায়, যাতে অন্তত ৭৪ জন নিহত হন এবং আরও ১৭ জন আহত হন। হুথি গোষ্ঠী এ হামলার প্রতিশোধ হিসেবে পাল্টা আক্রমণ চালিয়েছে।

হুথি মুখপাত্র সতর্ক করে দিয়ে বলেন, "যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে, তবে পাল্টা হামলা এবং সংঘাতের পরিমাণ আরও বাড়বে, কমবে না।"