শনিবার ১৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

আন্তর্জাতিক

অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় গুগলের একচেটিয়া আধিপত্য: মার্কিন বিচারকের রায়

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:৫৬, ১৮ এপ্রিল ২০২৫

অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় গুগলের একচেটিয়া আধিপত্য: মার্কিন বিচারকের রায়

একচেটিয়া বিজ্ঞাপন বাজারে গুগলের আধিপত্য চ্যালেঞ্জে যুক্তরাষ্ট্রের আদালত

অনলাইন বিজ্ঞাপন খাতে অবৈধভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দায়ে গুগলের বিরুদ্ধে রুল দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একজন ফেডারেল বিচারক। গতকাল বৃহস্পতিবার দেওয়া এই রুলিং অনলাইন জগতের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুগল অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ১৭টি অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে মামলাটি করে। অভিযোগে বলা হয়, অনলাইনে কোন বিজ্ঞাপন কোথায় বসবে, তা নির্ধারণে ব্যবহৃত প্রযুক্তিতে গুগল অবৈধভাবে প্রভাব বিস্তার করছে।

ভার্জিনিয়ার ডিস্ট্রিক্ট জজ লিওনি ব্রিনকেমা রায়ে বলেন, গুগল ধারাবাহিকভাবে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থেকেছে, যার মাধ্যমে তারা বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি ও ধরে রাখতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, গুগলের এই আচরণ তাদের প্রকাশক ক্লায়েন্ট, বাজারে প্রতিযোগিতা এবং উন্মুক্ত ওয়েবের তথ্যগ্রহীতাদের ক্ষতির মুখে ফেলেছে।

রায়ে আরও উল্লেখ করা হয়, গুগলের এই কার্যকলাপ প্রতিযোগীদের প্রতিযোগিতা করার সুযোগ থেকে বঞ্চিত করেছে।

এই রায়ের মাধ্যমে গুগল এক বছরে অ্যান্টিট্রাস্ট আইনের দুটি মামলায় হারল।

বিবিসি জানায়, মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে দুটি প্রমাণিত হয়েছে। একটি অভিযোগ খারিজ হয়ে গেছে।

রায়ের পর গুগলের রেগুলেটরি অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহোল্যান্ড বলেন, "আমরা মামলার অর্ধেক জিতেছি, বাকি অংশের জন্য আমরা আপিল করব।"

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।