শনিবার ১৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

আন্তর্জাতিক

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের

 প্রকাশিত: ১৫:১৩, ১৭ এপ্রিল ২০২৫

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

মার্কিন সরকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করার হুমকি দিয়েছে। এর কারণ বিশ্ববিদ্যালয়টি ট্রাম্প প্রশাসনের দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে। ১৬ এপ্রিল, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম হার্ভার্ডকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়ে বলেন, প্রতিষ্ঠানটি ইহুদি-বিদ্বেষের কাছে মাথা নত করছে। তিনি বিদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত নথিপত্র এবং তাদের কথিত ‘অবৈধ ও সহিংস কার্যক্রমের’ তথ্যও দাবি করেন।

হোয়াইট হাউজের মতে, হার্ভার্ডকে তার নিয়োগ, ভর্তি এবং শিক্ষাদান নীতিমালায় পরিবর্তন আনতে হবে, যা ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ মোকাবেলায় সহায়ক হবে। বর্তমানে হার্ভার্ডে ২৭ শতাংশের বেশি শিক্ষার্থী বিদেশি, যারা এই হুমকির ফলে বিপদের মুখে পড়তে পারেন।

বিশ্ববিদ্যালয় এখনও ক্রিস্টি নোমের সাম্প্রতিক দাবির বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। তবে হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো এক বার্তায় বলেন, ‘বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা ত্যাগ করবে না কিংবা তার সাংবিধানিক অধিকার ছাড়বে না।'

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের জন্য বরাদ্দ ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল বন্ধ করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ একটি ট্যাক্স ছাড় বাতিলের হুমকি দিয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে বিশাল ক্ষতির কারণ হতে পারে।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হার্ভার্ডকে ‘একটি তামাশা’ বলে মন্তব্য করেন এবং বলেন, হার্ভার্ডকে আর সম্মানজনক কোনও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ধরা উচিত নয়। একে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজের তালিকা থেকে বাদ দেওয়া উচিত।

এই ঘটনাপ্রবাহ ট্রাম্প প্রশাসনের শিক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর প্রভাব বিস্তারকারী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে, বিশেষ করে ফিলিস্তিনপন্থি প্রতিবাদে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি। ইতোমধ্যে ‘অ্যান্টিসেমিটিজম টাস্ক ফোর্স’ যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৬০টি বিশ্ববিদ্যালয়কে পর্যালোচনার জন্য চিহ্নিত করেছে।