ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে ফিলিস্তিনিদের প্রাণহানি ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া নতুন হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে ৫১ হাজারে। এছাড়া আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৩৪৩ জনের বেশি মানুষ।
গাজার সরকারি সংবাদমাধ্যম জানায়, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাসের হামলার পর থেকে শুরু হয় এই যুদ্ধ। হামলায় ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫০ জনের বেশি নাগরিক জিম্মি হয় বলে দাবি করে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে গাজায় বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে তেল আবিব।
প্রায় ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে গত ১৯ জানুয়ারি এক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। তবে এই চুক্তি বেশি দিন স্থায়ী হয়নি। দুই মাসের মধ্যেই, ১৮ মার্চ থেকে ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা অভিযোগ তোলে, হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এ পর্যন্ত আরও ১,৬৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪,৩০০ জনের বেশি।
চলমান যুদ্ধের ফলে গাজার মানবিক পরিস্থিতি চরম সংকটাপন্ন হয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি ও অবকাঠামো, আর যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না নারী ও শিশুরাও।