বুধবার ১৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ৩ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

পাঁচ বছর সরকারে থাকার বিষয়টি জনগণের সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী দুই সপ্তাহের মধ্যে চালের দাম সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা প্লট দুর্নীতি: এবার হাসিনার সঙ্গে জয়ের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা আশুলিয়ায় লাশ পোড়ানো : তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির আশুলিয়ায় লাশ পোড়ানো : তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির আজ থেকে সমুদ্রে ৫৮ দিন মাছ ধরা নিষেধ সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে হংকংয়ে ‘প্রেম’, ফেনীতে এনে বিদেশি নারীকে ধর্ষণের অভিযোগ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে চবির মূল ফটকে তালা সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েলের, দুই শর্তে হামাসের আপত্তি কথা শোনেনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তহবিল আটকালেন ট্রাম্প সুদানের দুই বছরের যুদ্ধ শিশুদের জীবন তছনছ করে দিয়েছে : ইউনিসেফ ‘আমি মারা গেলে তুমি শহীদের গর্বিত মা হবে’ : মাকে বলেছিল রেজাউল

আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবা–মাকে খুন করল কিশোর

 প্রকাশিত: ২১:০০, ১৪ এপ্রিল ২০২৫

ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবা–মাকে খুন করল কিশোর

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে বাবা-মাকে খুনের অভিযোগ মার্কিন কিশোরের বিরুদ্ধে। ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে এক কিশোরের বিরুদ্ধে নিজের মা ও সৎ বাবাকে খুনের অভিযোগ উঠেছে। দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, উইসকনসিনের হাইস্কুলপড়ুয়া ১৭ বছর বয়সী কিশোরটির নাম নিকিতা কাসাপ।

ফৌজদারি অভিযোগনামা অনুযায়ী, নিকিতা তার মা তাতিয়ানা কাসাপ (৩৫) এবং সৎ বাবা ডনাল্ড মেয়ার (৫১)-কে গুলি করে হত্যা করে। তাদের মরদেহ গত ২৮ ফেব্রুয়ারি মিলওয়াকির কাছে ওয়াউকেশা গ্রামের নিজ বাড়িতে পাওয়া যায়।

ঘটনার সময় নিকিতা বাড়িতে ছিলেন না। পরে ওই দিনই কানসাসে বাবা মেয়ারের ভক্সওয়াগেন অ্যাটলাস গাড়ি চালানোর সময় তাকে আটক করা হয়। গাড়িতে পাওয়া যায় মেয়ারের কেনা পয়েন্ট ৩৫৭ ম্যাগনাম পিস্তল, গয়না, একটি সিন্দুক, চারটি ক্রেডিট কার্ড এবং ১৪ হাজার ডলার।

এফবিআই জানায়, কিশোরটি নব্য-নাৎসি ভাবধারায় অনুপ্রাণিত ছিল এবং ‘অর্ডার অব নাইন অ্যাঞ্জেলস’ নামের একটি উগ্র গোষ্ঠীর কার্যক্রমে যুক্ত ছিল। তার ফোন থেকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, বোমা তৈরির নির্দেশিকা, সন্ত্রাসী হামলার ইস্তেহার এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহারের পদ্ধতি সংক্রান্ত বার্তা ও ছবি উদ্ধার করা হয়েছে।

তদন্তকারীরা জানান, ট্রাম্পকে হত্যা ও মার্কিন সরকারকে উৎখাতের পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতেই নিকিতা নিজের মাবাবাকে হত্যা করে।

কিশোরটি তার এক সহপাঠীকে জানিয়েছিল, সে রাশিয়ার এক ব্যক্তির সঙ্গে যোগাযোগে আছে এবং তারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে।

আদালতের নথিতে আরও বলা হয়েছে, নিকিতা ইউক্রেন পালানোর পরিকল্পনাও করছিল।

নিকিতার বিরুদ্ধে দুটি প্রথম শ্রেণির হত্যার অভিযোগ ছাড়াও মরদেহ লুকানো, পরিচয় চুরি এবং সন্ত্রাসী ষড়যন্ত্রসহ মোট নয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।