গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ জন নিহত, হাসপাতালে শিশুর মৃত্যু

গাজায় বিমান হামলায় আরও প্রাণহানি, আল-আহলি হাসপাতালে শিশুর মৃত্যুতে বিশ্বজুড়ে নিন্দা
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গতকাল রোববার (১৩ এপ্রিল) আরও অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় ভাই ছিলেন, যাঁরা দুর্ভিক্ষপীড়িত মানুষের কাছে স্বেচ্ছায় খাবার সরবরাহ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
এদিকে, গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়, যার ফলে একজন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আল-আহলি হাসপাতালের ওপর হামলাকে 'নিষ্ঠুর অপরাধ' এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনসহ আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন ইসরায়েলি বাহিনীর বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
আল-আহলি হাসপাতাল পরিচালনাকারী জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস জানিয়েছে, খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র সময় পাম সানডে উপলক্ষে সপ্তাহের শুরুতেই এই হামলা চালানো হয়।
মিশর, জার্মানি, জর্ডান, কাতার ও যুক্তরাজ্যসহ একাধিক দেশও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৬ হাজার ১৫৬ জন আহত হয়েছেন। তবে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষ নিখোঁজ থাকায় তাঁদেরও মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে।