বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, পৌষ ৩ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব মা-মেয়ে খুন: স্বামীর পর গৃহকর্মী আয়েশারও স্বীকারোক্তি বন্ডাই বিচ হত্যাকাণ্ড: নাবিদ আকরামের বিরুদ্ধে হত্যার ১৫ অভিযোগ বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা ‘গুম, হত্যা’: জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ পশ্চিম তীরে কানাডীয় এমপিদের প্রবেশে বাধা দিল ইসরাইল ইরানকে পরমাণু কর্মসূচিতে ফেরার সুযোগ না দিতে হবে: মোসাদ প্রধান লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেকের ‘বিদায়ী ভাষণ’, চাইলেন ঐক্য হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের মা-বাবা গ্রেপ্তার নাছোড় বিএনপির ‘বঞ্চিতরা’, রাজশাহীর ৩ আসন ‘উত্তপ্ত’ পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৭ হাজার আরেকটু হলেই চীনা স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেত স্টারলিংক ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও করিডর সুবিধা কী?

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:৫১, ১২ এপ্রিল ২০২৫

ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও করিডর সুবিধা কী?

ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও করিডর—আন্তর্জাতিক বাণিজ্যের মূল চালিকা শক্তি

বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর দুই দেশে বেশ আলোচনা চলছে। ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং করিডর সুবিধা বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এসব সুবিধার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সহজ হয় এবং বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়।

ট্রানজিট সুবিধা
ট্রানজিট হল একটি দেশ যেকোনো পণ্য বা যাত্রীকে অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পৌঁছানোর সুবিধা। উদাহরণস্বরূপ, ভারত যখন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রিপুরা পৌঁছায়, তখন সেটা ট্রানজিট সুবিধা। ট্রানজিট সুবিধা সড়ক, নৌ বা আকাশপথের মাধ্যমে হতে পারে।

ট্রান্সশিপমেন্ট সুবিধা
ট্রান্সশিপমেন্ট এক ধরনের ট্রানজিট সুবিধা, যেখানে পণ্য পরিবহনকারী যানবাহনটি পরিবর্তন করতে হয়। যেমন, কলকাতা থেকে পণ্য আশুগঞ্জ পোর্টে পাঠানো হলে, সেখানে জাহাজ থেকে পণ্য ট্রাকে স্থানান্তর করা হয়। এটি ট্রান্সশিপমেন্ট সুবিধা।

করিডর সুবিধা
কিছু দেশ, বিশেষ করে স্থলবেষ্টিত দেশগুলো, এক দেশ থেকে অন্য দেশে পণ্য পাঠাতে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে থাকেন, যা করিডর সুবিধা নামে পরিচিত। উদাহরণস্বরূপ, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বাংলাদেশে প্রবেশ করে অন্য রাজ্যে যাওয়ার জন্য করিডর সুবিধা দেওয়া হয়েছে।

এই সুবিধাগুলো দেশগুলোর মধ্যে ব্যবসা বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও শক্তিশালী করে।