ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, বাংলাদেশের রফতানিতে উদ্বেগ

বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রফতানির ক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। এ পরিস্থিতিতে জরুরি আলোচনা করতে আজ (৯ এপ্রিল) রাতে বৈঠকে বসেছে বাণিজ্য মন্ত্রণালয়। রাত সাড়ে ৯টায় রাজধানীর কাওরান বাজারে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারও।
২০২০ সালের ২৯ জুন ভারত সরকার বাংলাদেশকে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর অনুমতি দিয়েছিল। এই সুবিধার আওতায় স্থল, নৌ বা আকাশপথে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহন করা যেতো। তবে, মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতীয় সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) হঠাৎ করে ওই আদেশ বাতিল করে দেয়। এর ফলে, বাংলাদেশি পণ্য এখন থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রফতানি করা যাবে না। এমনকি, বর্তমানে ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত পণ্যবোঝাই যানবাহনগুলোকে দ্রুত দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাংলাদেশের রফতানি বাণিজ্যের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে, যার ফলে সংশ্লিষ্ট মহল উদ্বেগ প্রকাশ করছে। বৈঠকে এই নতুন পরিস্থিতির সম্ভাব্য পরিণতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।