বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, বৈশাখ ৪ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জুডিশিয়াল সার্ভিস এবং লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের

 প্রকাশিত: ২০:৪৮, ৮ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জুডিশিয়াল সার্ভিস এবং লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা, রাফাসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ, নির্বিচার বোমাবর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। পৃথক বিবৃতিতে সংগঠন দুটি এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তাদের অবস্থান সুস্পষ্ট করেছে।

সোমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম এক বিবৃতিতে বলেন, চলমান সংকটে গাজায় আহত এবং বাস্তুচ্যুত মানুষের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি এই মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

তাঁরা জাতিসংঘ, ওআইসি, আরব লিগসহ সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করে। বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে হাজারো নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও যুদ্ধবিধির নীতিমালাকে পদদলিত করে ইসরায়েল ও তার মিত্ররা এই ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে, অথচ বিশ্বসম্প্রদায় মর্মান্তিক নিরবতা পালন করছে।

অন্যদিকে, আজ মঙ্গলবার বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম শাফায়েত হোসেন স্বাক্ষরিত অপর এক বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। বিবৃতিতে অবিলম্বে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে বলা হয়, এই নৃশংসতার জন্য দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।