মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, চৈত্র ২৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশ দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু: ধর্ম উপদেষ্টা ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত বেড়ে ৭ বাংলা নববর্ষকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আইএমও কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত ১০ এপ্রিল: ফারুকী ফিলিস্তিনের পক্ষে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি লক্ষ্মীপুরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা নাম নিয়ে এখনো সংশয়, ‘মঙ্গল শোভাযাত্রা’ এবার কেমন হবে? বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত এসএসসি শুরু বৃহস্পতিবার, মন্ত্রণালয়ের একগুচ্ছ নির্দেশনা দক্ষিণ কোরিয়ায় ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচন ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস ‘আমি কোনো সংখ্যা নই, গাজার এক জীবন্ত গল্প—মনে রেখো’

আন্তর্জাতিক

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক, ৯ এপ্রিল পরীক্ষামূলক চালু

 প্রকাশিত: ২০:১০, ৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক, ৯ এপ্রিল পরীক্ষামূলক চালু

যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম উপগ্রহ-নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে।

রবিবার (৬ এপ্রিল) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’-এর প্রাক্কালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিডা ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।

তিনি বলেন, “স্টারলিংক বিডার কাছে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিল। গত ২৯ মার্চ আমরা তাদের অনুমোদন দিয়েছি। এর মাধ্যমে বাংলাদেশ স্টারলিংক যুগে প্রবেশ করতে যাচ্ছে। আগামী ৯ এপ্রিল এই সেবাটি পরীক্ষামূলকভাবে চালু হবে।”

লাইসেন্স পাওয়ার পরদিন থেকেই স্টারলিংক চাইলে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে বলেও জানান আশিক চৌধুরী। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, ৯০ দিনের মধ্যেই তাদের কার্যক্রম শুরু করার সব প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।

তবে তিনি জানান, স্টারলিংকের হয়তো ডিভাইস ইম্পোর্ট করে আনতে একটু সময় লাগতে পারে বা তারা এখানে কী মডেলে অপারেট করবে, সেসব ব্যাপারে হয়তো তারা নিজেরা কিছু ডিসিশন নেবে।

প্রসঙ্গত, কোনো বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করতে চাইলে বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক।