পাল্টা শুল্ক কার্যকরে সময় চেয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দেওয়ার পরামর্শ ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুত আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে কিছু সময় চেয়ে নেওয়ার সুপারিশ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা ও বাণিজ্য-বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্রতিযোগী দেশগুলো ইতোমধ্যেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে, তাই বাংলাদেশকেও দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে অনুষ্ঠিত চার ঘণ্টাব্যাপী এক জরুরি বৈঠকে এ সুপারিশ উঠে আসে। বৈঠকে বিভিন্ন রপ্তানি খাতের শীর্ষ ব্যবসায়ী নেতা ও নীতি-গবেষকরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে পাঠানোর জন্য একটি চিঠির খসড়াও প্রস্তুত করা হয়েছে এবং তা পরবর্তীতে উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক, এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বিকেএমইএর নির্বাহী সভাপতি শামীম এহসানসহ অন্যান্য রপ্তানিকারক ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অর্থনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান, পিআরআই চেয়ারম্যান জায়েদী সাত্তার এবং সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান।
বৈঠকে অংশগ্রহণকারীরা জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বার্ষিক রপ্তানি প্রায় ৮০০ কোটি ডলার। পাল্টা শুল্ক কার্যকর হলে এই খাত মারাত্মক চাপে পড়বে। বৈঠকে বলা হয়, ভিয়েতনাম ও কম্বোডিয়া ইতোমধ্যে পাল্টা শুল্ক স্থগিত করতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে। বাংলাদেশও যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়, সেই পরামর্শই উঠে এসেছে আলোচনায়।
বৈঠকে আগামী ৭ থেকে ৯ এপ্রিল অনুষ্ঠেয় ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’ নিয়েও আলোচনা হয়। সম্মেলনে পাঁচ শতাধিক বিদেশি বিনিয়োগকারীর অংশগ্রহণের কথা রয়েছে।
এ বিষয়ে এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, " আসন্ন বিনিয়োগ সম্মেলন নিয়ে যখন পরিকল্পনা করা হয়েছিল, তখন মার্কিন পাল্টা শুল্কের বিষয়টি সামনে ছিল না। তবে এখন সম্মেলনে এসে বিনিয়োগকারীদের প্রথম প্রশ্ন থাকবে, এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া কী। তাই আমরা আশা করছি, অবশ্যই ৯ তারিখের আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা যথাযথ উত্তর আসবে। এটি যে আসবে, সে বিষয়ে আমরা আশাবাদী। কারণ, প্রধান উপদেষ্টা নিজে বিষয়টিতে নেতৃত্ব দিচ্ছেন।"
বিডা কর্মকর্তারা জানিয়েছেন, আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পাল্টা শুল্ক ইস্যুতে আরেকটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিডার আয়োজিত দিনের আলোচনার সারসংক্ষেপ ও সুপারিশগুলো উপস্থাপন করা হয়েছে।