রোববার ০৬ এপ্রিল ২০২৫, চৈত্র ২২ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদেশি শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া নজরে রাখবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলবিরোধী পোস্টে ভিসা বাতিলের হুঁশিয়ারি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৪০, ৫ এপ্রিল ২০২৫

বিদেশি শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া নজরে রাখবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলবিরোধী পোস্টে ভিসা বাতিলের হুঁশিয়ারি

ইসরায়েলবিরোধী পোস্টে ভিসা বাতিল, বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন শঙ্কা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার শর্ত আরও কঠোর করেছে মার্কিন সরকার। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া একাউন্টগুলো যাচাই করবে স্টেট ডিপার্টমেন্ট। যদি কেউ আমেরিকা কিংবা এর মিত্র দেশ ইসরায়েলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের মন্তব্য করে থাকেন, তাহলে তার ভিসা বাতিল হতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সম্প্রতি এই নির্দেশনা জারি করে জানান, “যারা আমেরিকা বা এর মিত্রদের বিরুদ্ধে অবস্থান নেবেন, তাদের আর ভিসা দেওয়ার প্রশ্নই ওঠে না।” এই পদক্ষেপের পেছনে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিবাদ এবং সেখানে বিদেশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিবাদে অনেক বিদেশি শিক্ষার্থী যুক্ত হওয়ায় কিছু প্রতিষ্ঠানে তাদের বহিষ্কারের ঘটনাও ঘটেছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো যেখানে প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৪৪ বিলিয়ন ডলার আয় করে, সেখানে এই নতুন নীতির প্রভাব অর্থনীতিতেও পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বিশ্লেষকরা বলছেন, এই নিয়মে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী হারালে তাদের আয় কমবে। ফলে কর্মী ছাঁটাই, টিউশন ফি বৃদ্ধি, এমনকি গবেষণা কার্যক্রম কমিয়ে দেওয়ার মতো সিদ্ধান্তে যেতে হতে পারে।

এই নীতিকে ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ দর্শনেরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। তার মতে, আমেরিকা এখন নিজের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে এবং বাইরের প্রভাব কমিয়ে দিয়ে জাতীয় ঐতিহ্য রক্ষা করতে চায়।

তবে, নতুন নিয়মে শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। একই সঙ্গে এর অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব নিয়েও মার্কিন সমাজে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।