শনিবার ০৫ এপ্রিল ২০২৫, চৈত্র ২২ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

দ্রুত ভোটই সর্বোচ্চ অগ্রাধিকার: ইউনূস থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রাতরাশ বৈঠক ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ ১৫ জেলায় দাবদাহ, শনিবার পর্যন্ত গরমের দাপট ট্রাম্পের শুল্ক: শঙ্কায় পোশাক খাত, লড়াই কোন পথে? ট্রাম্পের শুল্ক: যে কারণে ভুগবে দক্ষিণ এশিয়ার দেশগুলো ট্রাম্পের শুল্ক: বিশ্ব বাণিজ্যে ‘শতবর্ষে সবচেয়ে বড় পরিবর্তন’ আলোচনায় শুল্ক জটিলতার সমাধান হবে, ‘আশাবাদী’ প্রধান উপদেষ্টা ‘ক্লান্ত বাসচালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন,’ চট্টগ্রামে সড়কে ১০ মৃত্যু নিয়ে হাইওয়ে পুলিশ ‘বিপদ-আপদেরতো ঈদের ছুটি নাই, আমাদেরও তাই’ ধলেশ্বরীতে অস্ত্র উঁচিয়ে গান বাজনা, ‘কিশোর গ্যাংয়ের’ ১৬ জন আটক বরগুনায় একই রশিতে স্বামী-স্ত্রীর লাশ গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭ বাগেরহাটের ষাটগম্বুজ ক্যাম্পাসকে ঘিরে পর্যটকদের উপচেপড়া ভিড় পুলিশের নির্বিচার গুলি গুঁড়িয়ে দিয়েছে উদ্যমী যুবক মামুন মিয়ার সব

আন্তর্জাতিক

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় শ্রীলঙ্কার সমর্থন

 প্রকাশিত: ১৯:৫৩, ৪ এপ্রিল ২০২৫

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় শ্রীলঙ্কার সমর্থন

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বৈঠকে প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার কাছ থেকে কোটি কোটি ডলার ফিরিয়ে আনার প্রচেষ্টায় সহযোগিতা চান। এ সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তার দেশের চুরি যাওয়া অর্থ উদ্ধারে গৃহীত নতুন আইনের কথা তুলে ধরেন এবং এ বিষয়ে বাংলাদেশের প্রচেষ্টায় সমর্থন জানান।

বৈঠকে জুলাইয়ের বিদ্রোহের নানা দিক নিয়েও আলোচনা করেন দুই নেতা। ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা এবং আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।