পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় শ্রীলঙ্কার সমর্থন

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক
ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বৈঠকে প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার কাছ থেকে কোটি কোটি ডলার ফিরিয়ে আনার প্রচেষ্টায় সহযোগিতা চান। এ সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তার দেশের চুরি যাওয়া অর্থ উদ্ধারে গৃহীত নতুন আইনের কথা তুলে ধরেন এবং এ বিষয়ে বাংলাদেশের প্রচেষ্টায় সমর্থন জানান।
বৈঠকে জুলাইয়ের বিদ্রোহের নানা দিক নিয়েও আলোচনা করেন দুই নেতা। ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা এবং আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।