বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, চৈত্র ২০ ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতকে আরেকটি মিয়ানমার হতে দেওয়া ঠিক হবে না : মেহবুবা মুফতি

 আপডেট: ২১:৪৭, ২ এপ্রিল ২০২৫

ভারতকে আরেকটি মিয়ানমার হতে দেওয়া ঠিক হবে না : মেহবুবা মুফতি

ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। ফাইল ছবি: এএনআই

বিরোধী দলগুলোর প্রবল আপত্তি উপেক্ষা করে ভারতের সংসদে ওয়াক্‌ফ (সংশোধনী) বিল উত্থাপন করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) এই বিলটিকে ‘মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছে।

মেহবুবা মুফতি সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত ভারতকে মিয়ানমারের মতো পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। তিনি দাবি করেছেন, বিলটি ‘ইচ্ছাকৃতভাবে’ মুসলমানদের টার্গেট করে আনা হয়েছে এবং এর বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের অবস্থান নেওয়া উচিত।

তিনি বলেন, “এটি মহাত্মা গান্ধীর ভারত, বিজেপির এজেন্ডা নয়। দেশটি সংবিধান অনুযায়ী পরিচালিত হওয়া উচিত। ভারতকে আরেকটি মিয়ানমার হিসেবে দেখতে না চাইলে জনগণের উচিত এর বিরোধিতা করা।” তিনি আরও বলেন, “কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে অতীতে যা ঘটেছিল, তা নিয়ে আমরা দুঃখ প্রকাশ করি। তবে এই বিল পাস হলে ভারতকে আর টিকিয়ে রাখা সম্ভব হবে না।”

ওয়াক্‌ফ বিলের সংশোধনী মুসলমানদের ক্ষমতা হ্রাস করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন মেহবুবা মুফতি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে দেশের জনগণ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

তিনি আরও বলেন, “আমি বিজেপির কাছ থেকে কিছু আশা করি না। গত ১০-১২ বছর ধরে আমরা দেখছি, কীভাবে মুসলমানদের পিটিয়ে হত্যা করা হয়েছে, বুলডোজার দিয়ে মসজিদ ধ্বংস করা হয়েছে, কবরস্থানের জমি দখল করা হয়েছে। দেশের হিন্দুদের উচিত এসবের বিরুদ্ধে আওয়াজ তোলা।”