বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, চৈত্র ১৯ ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪১ ফিলিস্তিনি নিহত

 আপডেট: ১৪:১৯, ১ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪১ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি ভঙ্গ করা ইসরায়েল রমজান ও ঈদ কিছুই মানছে না, ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। ঈদের দ্বিতীয় দিনে (সোমবার) ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে শঙ্কা রয়েছে। কারণ, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

সোমবার (৩১ মার্চ) রাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

একটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানিয়েছে, সর্বশেষ হামলায়, গাজা শহরের পূর্বে আল-তুফাহ পাড়ার ইয়াফা স্ট্রিটে হামাদেহ পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।  

এছাড়া গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-বুরেইজ শরণার্থী শিবিরে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে চালানো এক হামলায় একজন নারীসহ আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, রাফা শহরে একটি পরিবহনে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং একজন আহত হয়েছেন। খান ইউনিসে তিনটি জনবসতিপূর্ণ বাড়িতে রাতভর হামলায় আরও দশজন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু জানিয়েছে, রোববার ঈদের প্রথমদিন গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সবমিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন গত রোববার ৫৩ জন নিহতকে গাজার হাসপাতালে আনা হয়েছে। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।  

এতে আরও বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩০৫ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে পৌঁছেছে।  

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরইমধ্যে জিম্মিদের ফেরত দেয় হামাস, ইসরায়েলে বন্দি অনেক নিরীহ ফিলিস্তিনিকে ছেড়ে দেয়া হয়। প্রায় দুই মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে চলতি মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।