ওয়াক্ফ বিল নিয়ে মুসলিমদের পাশে দাঁড়িয়ে বিজেপির চিন্তা বাড়ালেন চন্দ্রবাবু নাইডু

ওয়াক্ফ বিল নিয়ে মুসলিমদের পাশে দাঁড়িয়ে বিজেপির চিন্তা বাড়ালেন চন্দ্রবাবু নাইডু
ওয়াক্ফ বিল নিয়ে বিজেপির চিন্তা কিছুটা বাড়িয়ে দিয়েছে তাদের শরিক দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গতকাল (শুক্রবার) মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, ওয়াক্ফ সম্পত্তির রক্ষা তিনি নিজের দায়বদ্ধতা হিসেবে মনে করেন এবং রাজ্যের ওয়াক্ফ সম্পত্তির চরিত্র নষ্ট হতে দেবেন না।
টিডিপির এই মন্তব্য বিজেপির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ কেন্দ্রীয় সরকারের অস্তিত্ব রক্ষায় টিডিপির সমর্থন জরুরি। সরকার ইতোমধ্যেই ঘোষণা করেছে, ঈদের পর সংসদের যে চার দিন অধিবেশন বাকি থাকবে, সেখানে ওয়াক্ফ বিল পেশ ও পাস করার পরিকল্পনা রয়েছে।
ওয়াক্ফ সম্পত্তি হচ্ছে এমন স্থাবর ও অস্থাবর সম্পত্তি, যা আল্লাহর নামে নিবেদিত এবং যেগুলো হস্তান্তরযোগ্য নয়। ভারতে ৯.৪০ লাখ একর জায়গা জুড়ে প্রায় ৮.৭০ লাখ ওয়াক্ফ সম্পত্তি রয়েছে, যার আনুমানিক মূল্য দেড় লাখ কোটি রুপি।
বিরোধীরা অভিযোগ করেছে, সরকার যে ওয়াক্ফ (সংশোধনী) বিল আনার পরিকল্পনা করছে, তা মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। তবে সরকার বিলে জানিয়েছে, এটি দেশের সর্বত্র ওয়াক্ফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সরকারের ভূমিকা রাখবে। বিরোধীরা দাবি করছে, এই বিল অসাংবিধানিক এবং এটি মুসলিমদের ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ন করবে।
গত বছর এই বিল সংসদে পেশ হয়েছিল, কিন্তু তার পরেও টিডিপি কোনো বড় প্রতিবাদ জানাননি। তবে এখন, বিলটির চূড়ান্ত রূপ পেশ হওয়ার সময়, চন্দ্রবাবু নাইডু রাজনৈতিক কারণে মুসলিমদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দলীয় দায়বদ্ধতার কথা প্রকাশ করেছেন।
টিডিপির এই অবস্থান বিরোধীদের কিছুটা স্বস্তি দিয়েছে, তবে বিজেপি এখনো বুঝতে পারছে না, নাইডুর রাজনৈতিক বাধ্যবাধকতা কতটা গভীর। আর এ অবস্থায়, বিজেপি বিহারে ওয়াক্ফ বিল নিয়ে বিরোধিতা বাড়তে পারে, কারণ এই বিল পাস হলে আগামী নির্বাচনে মুসলিম ভোট বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।