বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১, ১৯ রমজান ১৪৪৬

ব্রেকিং

ভোটার তালিকা: রোহিঙ্গা ধরতে ফেলা হচ্ছে জাতিসংঘের জাল ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশে স্থগিতাদেশ হাই কোর্টে নির্বাচন সামনে রেখে পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের দেশে ও বিদেশে ৬৮ কোটি টাকার ‘অবৈধ সম্পদ’ আওয়ামী লীগের গোলাপের: দুদক গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানালেন জামায়াত আমির মুহাম্মদ ইউনূসসহ সাতজনের আপিলের রায় ঘোষণা ২৩ এপ্রিল অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা বাতিল, হাই কোর্টে বাবর খালাস সাত বছরের শিশুকে ধর্ষণ, গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড ২১ অগাস্ট মামলা: সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত সরকারি হস্তক্ষেপে বিমানের টিকিটের দাম কমলো দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে খিলক্ষেতের শিশুর শরীরে ‘ধর্ষণের আলামত’, আটক কিশোর ‘শঙ্কামুক্ত নয় ইনু, মেনন,আনিসুল, দীপু মনি ও সাদেক খান রিমান্ডে গাজায় ইসরায়েলি হামলা চলছেই, আরও ২৭ ফিলিস্তিনি নিহত বরখাস্ত ২৫ হাজার কর্মীকে ‘আপাতত’ পুনর্বহাল করছে ট্রাম্প প্রশাসন ‘এ তো কেবল শুরু’ হামাসকে নেতানিয়াহুর হুঁশিয়ারি বোনের বিয়েতে আনন্দের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল শহীদ তন্ময়ের

আন্তর্জাতিক

‘স্ট্যাচু অব লিবারটি আমাদের ফেরত দিন’: রাফায়েল গ্লুকস্ম্যান

 প্রকাশিত: ১৬:১৩, ১৯ মার্চ ২০২৫

‘স্ট্যাচু অব লিবারটি আমাদের ফেরত দিন’: রাফায়েল গ্লুকস্ম্যান

স্ট্যাচু অব লিবার্টি

ফরাসি সংসদ সদস্য রাফায়েল গ্লুকস্ম্যান যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া স্ট্যাচু অব লিবার্টি ফেরত চেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান রাশিয়া ঘেঁষা নীতি এবং গবেষণা ও শিক্ষায় হস্তক্ষেপের কঠোর সমালোচনা করে বলেছেন, আমেরিকা এখন আর এই মূর্তির প্রতীকী মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না।

ফরাসি গণমাধ্যম লো মন্দে জানায়, নিজ রাজনৈতিক দলের এক সম্মেলনে রাফায়েল বলেন, “আমরা আমেরিকানদের বলতে চাই, যারা স্বৈরশাসকদের পাশে দাঁড়িয়েছে, যারা বিজ্ঞানের জগতে স্বাধীনতা দাবি করার জন্য গবেষকদের চাকরিচ্যুত করেছে, তাদের কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাই,—‘স্ট্যাচু অব লিবার্টি আমাদের ফেরত দিন।” তার বক্তব্যে উপস্থিত জনতা করতালি দিয়ে সমর্থন জানায়।

১৮৮৬ সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০৮তম বার্ষিকীতে বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়। ফরাসি ভাস্কর অগুস্ত বার্তোলদি এটি নকশা করেন এবং এটি নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে স্থাপন করা হয়। ৩০৫ ফুট উচ্চতার এই মূর্তি স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতীক।

দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, রাফায়েল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক। বিশেষ করে ইউক্রেনকে সহায়তা কমানো এবং গবেষণা ও শিক্ষায় বাজেট কমানোর বিষয়ে তিনি তীব্র আপত্তি জানান।

রাফায়েল বলেন, “যদি আমেরিকা তাদের সেরা গবেষকদের বরখাস্ত করে এবং মুক্তচিন্তা ও উদ্ভাবনের পথে বাধা সৃষ্টি করে, তবে ফ্রান্স তাদের স্বাগত জানাতে প্রস্তুত।” তিনি ফ্রান্সের ডানপন্থি সংসদ সদস্যদের ‘ট্রাম্প ভক্তদের ক্লাব’ বলে অভিহিত করেন এবং ইলন মাস্কের ট্রাম্প প্রশাসনে ভূমিকা রাখা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।