বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১, ১৯ রমজান ১৪৪৬

ব্রেকিং

নির্বাচন সামনে রেখে পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের দেশে ও বিদেশে ৬৮ কোটি টাকার ‘অবৈধ সম্পদ’ আওয়ামী লীগের গোলাপের: দুদক গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানালেন জামায়াত আমির মুহাম্মদ ইউনূসসহ সাতজনের আপিলের রায় ঘোষণা ২৩ এপ্রিল অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা বাতিল, হাই কোর্টে বাবর খালাস সাত বছরের শিশুকে ধর্ষণ, গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড ২১ অগাস্ট মামলা: সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত নবাবগঞ্জে শিশুকে ‘ধর্ষণ’, প্রতিবেশীকে পিটিয়ে পুলিশে দিল জনতা পল্লবীতে ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার নারী সাংবাদিক, গ্রেপ্তার ২ খিলক্ষেতের শিশুর শরীরে ‘ধর্ষণের আলামত’, আটক কিশোর ‘শঙ্কামুক্ত নয় ইনু, মেনন,আনিসুল, দীপু মনি ও সাদেক খান রিমান্ডে ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হলেন না পুতিন বরখাস্ত ২৫ হাজার কর্মীকে ‘আপাতত’ পুনর্বহাল করছে ট্রাম্প প্রশাসন ‘এ তো কেবল শুরু’ হামাসকে নেতানিয়াহুর হুঁশিয়ারি বোনের বিয়েতে আনন্দের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল শহীদ তন্ময়ের

আন্তর্জাতিক

৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হলেন না পুতিন

 প্রকাশিত: ১৪:৪৯, ১৯ মার্চ ২০২৫

৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হলেন না পুতিন

২০১৯ সালে জাপানের ওসাকায় জি২০ সম্মেলনে চলাকালে দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনের জ্বালানি স্থাপনায় সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে সম্মত হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রত্যাশামতো ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হননি।

এক মাসের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হবে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে স্থায়ী শান্তি চুক্তির দিকে এগোনোর প্রথম পদক্ষেপ, এমন আশাই করেছিলেন ট্রাম্প।

পূর্ণ যুদ্ধবিরতির সমঝোতা না হলেও যতটুকু হয়েছে তাকেই সমর্থন করবে বলে জানিয়েছে ইউক্রেইন।

যার অর্থ দাঁড়াচ্ছে, উভয় দেশই এক মাসের জন্য পরস্পরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখবে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়ার বাহিনী অগ্রগামী অবস্থানে থাকায় প্রেসিডেন্ট পুতিন উল্লেখযোগ্য ছাড় দেওয়া এড়ালেন। এটি পুতিনের ‘সময় ক্ষেপণের একটি কৌশল’ হতে পারে বলে মনে করছেন তারা।

মঙ্গলবার ট্রাম্প ও পুতিন এক ফোন কলে দীর্ঘক্ষণ ধরে আলাপ করেন। এরপর হোয়াইট হাউজ জানায়, কৃষ্ণ সাগরের জলপথে যুদ্ধবিরতিসহ আরও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং একটি স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আলোচনা অবিলম্বে শুরু হবে।

ট্রাম্পের দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, আগামী রোববার সৌদি আরবের জেদ্দায় এসব বিষয় নিয়ে আলোচনা শুরু হবে।

রয়টার্স জানিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হলে তাতে ইউক্রেইনকে যুক্ত করা হবে কি না, তা পরিষ্কার হয়নি।

ফক্স নিউজের এক অনুষ্ঠানে উইটকফ বলেছেন, “কিছুদিন আগেও জ্বালানি ও অবকাঠামো যুদ্ধবিরতি এবং কৃষ্ণ সাগরে গোলাগুলি বন্ধ রাখা নিয়ে আমাদের মধ্যে কোনো ঐক্যমত্য ছিল না, আর আজ আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। এখান থেকে পূর্ণ যুদ্ধবিরতিতে যাওয়া তুলনামূলক কম দূরত্বের বিষয় হবে বলে মনে করি আমি।”

উইটকফের এসব মন্তব্যের বিষয়ে ক্রেমলিনের কাছে মন্তব্যের অনুরোধ জানিয়েছিল রয়টার্স, কিন্তু কাজের সময়ের বাইরে হওয়ায় তাৎক্ষণিকভাবে তারা সাড়া দেয়নি।

ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে কথা বলার পর পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেইনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে ক্রেমলিন সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে। এই যুদ্ধবিরতি ইউক্রেইনকে পুনরায় অস্ত্র সজ্জিত হওয়ার ও যুদ্ধক্ষেত্রে আরও সেনা পাঠানোর সুযোগ করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

কোনো যুদ্ধবিরতিতে যাওয়ার আগে ইউক্রেইনকে দেওয়া সকল সামরিক ও গোয়েন্দা সহায়তার বন্ধ করা দরকার বলে তাদের দাবি আরও জোরালোভাবে জানিয়েছে ক্রেমলিন।

ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, পুতিনের সঙ্গে তার আলাপে ইউক্রেইনকে দেওয়া সহায়তা নিয়ে কোনো কথা হয়নি।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ৩০ দিনের জন্য জ্বালানি স্থাপনা ও অবকাঠামোতে হামলা বন্ধ রাখার প্রস্তাব সমর্থন করবে তার দেশ।

মঙ্গলবার রাতে রাশিয়া ৪০টিরও বেশি ড্রোন যোগে ইউক্রেইনে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন জেলেনস্কি। ওই ড্রোনগুলো সামি ও কিইভ অঞ্চলসহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে আঘাত হেনেছে বলে জানান তিনি।

টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি বলেছেন, “প্রকৃতপক্ষে আজ পুতিন পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। পুতিনের যুদ্ধ টেনে নিয়ে যাওয়ার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা বিশ্বের জন্য সঠিক হবে।”

জেলেনস্কির সঙ্গে জটিল সম্পর্কের মধ্যে থাকা ট্রাম্প, পুতিনের সঙ্গে তার ফোনালাপের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।

ফক্স নিউজকে তিনি বলেছেন, “আমাদের ফোনালাপ দারুণ ছিল। এটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী ছিল।”

কিন্তু ফোনালাপ ‘দারুণ’ হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুতিনের কাছে যা চেয়েছিলেন তা পাননি। ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার চেয়েও ইউক্রেইনের সঙ্গে কাজ করা বেশি কঠিন; কিন্তু কিইভ যুক্তরাষ্ট্রের ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। রাজি হননি রাশিয়ার পুতিন।