বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১, ১৯ রমজান ১৪৪৬

ব্রেকিং

২১ অগাস্ট মামলা: সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত নবাবগঞ্জে শিশুকে ‘ধর্ষণ’, প্রতিবেশীকে পিটিয়ে পুলিশে দিল জনতা পল্লবীতে ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার নারী সাংবাদিক, গ্রেপ্তার ২ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কিশোরকে ছিনিয়ে পিটুনি, পুলিশের উপর হামলা বৃহস্পতিবার থেকে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হিন্দুদের ওপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা সাভারে বাসা থেকে ডেকে নিয়ে শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা ‘এ তো কেবল শুরু’ হামাসকে নেতানিয়াহুর হুঁশিয়ারি বোনের বিয়েতে আনন্দের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল শহীদ তন্ময়ের

আন্তর্জাতিক

‘এ তো কেবল শুরু’ হামাসকে নেতানিয়াহুর হুঁশিয়ারি

 আপডেট: ০৯:২৫, ১৯ মার্চ ২০২৫

‘এ তো কেবল শুরু’ হামাসকে নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ গাজায় হামাসের বিরুদ্ধে আবারও পুরো শক্তি নিয়ে সামরিক অভিযান শুরু করেছে।  

এক হুঁশিয়ারি মূলক ভিডিও বার্তায় তিনি বলেন, আলোচনা চলবে শুধু লড়াইয়ের মাঝখানে এবং স্পষ্ট করে দেন, এ তো কেবল শুরু।

এমন সময় এই বক্তব্য এল, যখন ইসরায়েলি বিমানবাহিনী গাজায় ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, এসব হামলা হামাসের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুর উপরই ছিল।  

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরও বহু মানুষ।

এই হামলাকে যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় ও ভয়াবহ বলে মনে করা হচ্ছে, যা গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর ছিল।

বক্তব্যে নেতানিয়াহু জানান, ইসরায়েল গাজায় এখনও বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে হামাসের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে, তিনি অভিযোগ করেন, হামাস প্রতিবারই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই মতপার্থক্য চলছে। মার্চের শুরুর দিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়, যেখানে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের বিনিময় সম্পন্ন হয়েছিল।

এই চুক্তির তিনটি ধাপ রয়েছে। ছয় সপ্তাহ আগে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা আর শুরু হয়নি।

বরং, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথম ধাপটি দীর্ঘায়িত করতে চেয়েছিল, যাতে আরও জিম্মি মুক্তির সুযোগ তৈরি হয়। তবে এতে দ্বিতীয় ধাপ, অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি বিলম্বিত হতো।

এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে হামাস।