স্পেসএক্সের ড্রাগন যান নিয়ে সুনীতা ও তার সঙ্গী মহাকাশ থেকে ফিরছেন

নাসা
নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার সঙ্গী নভশ্চর বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীর উদ্দেশে রওয়ানা হয়েছেন। ১৮ মার্চ, মঙ্গলবার, বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে স্পেসএক্সের ড্রাগন যান আইএসএস থেকে পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। নাসার তথ্য অনুযায়ী, সুনীতা এবং তার সঙ্গীসহ চার মহাকাশচারী ফ্লোরিডার উপকূলে বিকেলের দিকে নামতে পারেন।
মহাকাশ স্টেশনে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনীতা এবং বুচ। রোববার সকালে স্পেসএক্সের ড্রাগন যান আইএসএসে পৌঁছায় এবং সুনীতাদের ফেরানোর জন্য ডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর, ১৮ মার্চ ১১টার দিকে আনডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং মহাকাশযানটি আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়।
সুনীতা এবং বুচ গত বছরের জুনে আট দিনের সফরে মহাকাশে যান, কিন্তু বোয়িং স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটির কারণে তাদের ফেরার প্রক্রিয়া আটকে যায় এবং তা প্রায় নয় মাস দীর্ঘায়িত হয়। অবশেষে, স্পেসএক্সের মহাকাশযানে তারা পৃথিবীতে ফিরছেন।