শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বাতিলই সমাধান: রাশিয়া

রাশিয়া ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি
রাশিয়া ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে ‘লৌহকঠিন’ নিরাপত্তা নিশ্চয়তা দাবি করেছে, যেখানে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দেওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে। সোমবার (১৭ মার্চ) রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো এই মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। ইউক্রেন ইতোমধ্যে এই প্রস্তাবে সম্মতি দিলেও পুতিন জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, তিনি মস্কোয় পুতিনের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন এবং ট্রাম্প চলতি সপ্তাহেই পুতিনের সঙ্গে কথা বলবেন।
রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া সাক্ষাৎকারে গ্রুশকো বলেন, রাশিয়া চায়, শান্তি চুক্তিতে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বাতিলের নিশ্চয়তা ও সেখানে ন্যাটোর সেনা মোতায়েন করা চলবে না।
অন্যদিকে, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও সম্ভাব্য অনুরোধের জন্য উন্মুক্ত থাকার কথা বলেছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানান, শান্তিরক্ষী পাঠানোর সিদ্ধান্ত কিয়েভের, মস্কোর নয়।
গ্রুশকো হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যাটোর সেনারা ইউক্রেনের মাটিতে প্রবেশ করলে তাদের সংঘাতের অংশ হিসেবে বিবেচনা করা হবে। তবে শান্তি চুক্তি স্বাক্ষরের পর নিরস্ত্র পর্যবেক্ষক মোতায়েন নিয়ে আলোচনা হতে পারে।
তিনি আরও বলেন, ইউক্রেনকে ন্যাটো থেকে বাদ দেওয়া ও বিদেশি সেনা নিষিদ্ধ করলেই প্রকৃত নিরাপত্তা নিশ্চিত হবে এবং এই অঞ্চলে সংঘাতের মূল কারণ দূর হবে।