সুনীতাদের ফিরিয়ে আনতে মহাকাশ স্টেশনে পৌঁছাল স্পেসএক্সের যান

সুনীতা উইলিয়ামসকে ফিরিয়ে আনতে মহাকাশ স্টেশনে স্পেসএক্সের যান
দীর্ঘ নয় মাস মহাকাশে আটকে থাকার পর অবশেষে সুনীতা উইলিয়ামস ও তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের মহাকাশযান। রবিবার সকালে মহাকাশযানটি স্টেশনে পৌঁছানোর পর দরজা খুলতে প্রায় এক ঘণ্টা সময় লাগে।
এর আগে, স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার ফ্যালকন ৯ রকেটটি চারজন নভোচারীকে নিয়ে যাত্রা শুরু করে। নতুন এই ক্রু সদস্যরা হলেন— অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ সংস্থার নভোচারী তাকুয়া অনিশি ও রুশ নভোচারী কিরিল পেসকভ। তারা মহাকাশ স্টেশনে অবস্থানরত উইলিয়ামস ও উইলমোরের স্থলাভিষিক্ত হবেন।
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর গত বছরের জুন মাসে মাত্র আট দিনের এক মিশনে মহাকাশে গিয়েছিলেন। তবে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তাদের ফেরার পরিকল্পনা বারবার পিছিয়ে যায়। সর্বশেষ ফেব্রুয়ারিতে তাদের ফেরানোর কথা থাকলেও তা সম্ভব হয়নি।
নাসার তথ্য অনুযায়ী, ক্রু-১০ মিশন শুরুর পর আটকে পড়া এই দুই নভোচারী কয়েক দিনের মধ্যেই পৃথিবীতে ফিরে আসতে পারেন। তাদের সঙ্গে ফিরবেন নাসার নিক হেগ এবং রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ। পরিকল্পনা অনুযায়ী, আগামী বুধবার স্পেসএক্সের মহাকাশযানটি তাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেবে।