শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ফাল্গুন ৩০ ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: ১০% খেলাপি ঋণ থাকলে লভ্যাংশ নিষিদ্ধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন সহিংসতা ও গণহত্যার কৌশল প্রয়োগ করছে ইসরায়েল: জাতিসংঘ প্রতিবেদন মার্কিন ইহুদিদের বিক্ষোভ: ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবি প্রশাসনের ঢিলেমিতে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে—রিজভী পরমাণু ইস্যুতে বেইজিংয়ে চীন, ইরান ও রাশিয়ার বৈঠক শুরু কক্সবাজারে পৌঁছেছেন ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব গুতেরেস এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে নগদ ৩৭ লাখ টাকা জব্দ সংস্কার: ৩০ দলই ঐক্যমত্য কমিশনে মতামত দেয়নি জাতিসংঘ মহাসচিব ঢাকায় তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন: ১৫ জুলাই হামলা ছিল পরিকল্পিত, ঢাবির ১২২ জন শনাক্ত ২৮ মার্চ শি’র সঙ্গে বৈঠকে বসবেন ইউনূস: পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি আদায়ের নামে রাস্তা অবরোধ করলে কঠোর ব্যবস্থা: আইজিপি বাংলাদেশ সম্পর্কে ভারতের সাম্প্রতিক মন্তব্যকে ঢাকা অযৌক্তিক বলল ৩ মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে প্রায় ৫ হাজার মাগুরার শিশুটিকে ধর্ষণ-হত্যার বিচার আগামী ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে: আইজিপি চিকিৎসক নিয়োগে আসছে বিশেষ বিসিএস বাংলাদেশ ব্যাংক তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপি মহাসচিবের ফল আমদানিতে উৎসে কর কমল মাগুরার সেই নির্যাতিত শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক অবশেষে মারাই গেল মাগুরার সেই শিশুটি যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়লো শনি গ্রহের নতুন ১২৮টি চাঁদ আবিষ্কার পাকিস্তানে ট্রেনে জিম্মি ঘটনা: ৩০ ঘণ্টা পর অবসান

আন্তর্জাতিক

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে আগুন, ডানার ওপর দিয়ে নেমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৩৫, ১৪ মার্চ ২০২৫

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে আগুন, ডানার ওপর দিয়ে নেমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় কলোরাডো স্প্রিংস থেকে উড্ডয়ন করে টেক্সাসের ডালাস ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করা ফ্লাইটটিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে উড়োজাহাজটিকে ডেনভারের দিকে ঘুরিয়ে নেওয়া হয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ক্রুরা ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার কথা জানান। অবতরণের পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের ডানার ওপর দিয়ে নেমে প্রাণ বাঁচাতে দেখা যায়।

আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটিতে ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ১২ জন যাত্রী সামান্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ডেনভার বিমানবন্দরের মুখপাত্র মাইকেল কোনাপাসেক জানান, বিমানবন্দরের বিভিন্ন গেট থেকে আগুন ও ধোঁয়া দেখা যায়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ ঘটনায় অন্যান্য ফ্লাইট বিলম্বিত হয়নি।

দুর্ঘটনার কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় যাত্রীরা বিমানের ডানায় দাঁড়িয়ে আছেন, কেউ কেউ ব্যাগ ধরে রেখেছেন, আর নিচে ইঞ্জিন থেকে আগুন ও কালো ধোঁয়া বের হচ্ছে।

সম্প্রতি উত্তর আমেরিকায় একাধিক বিমান দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে, ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইনসের একটি আঞ্চলিক জেট মাঝ আকাশে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়, এতে ৬৭ জন নিহত হন।

এফএএ জানিয়েছে, তারা এ ঘটনার কারণ তদন্ত করছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে সম্প্রতি শত শত এফএএ কর্মী ছাঁটাই করেছে, যার মধ্যে রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ও কারিগরি সহকারীরাও ছিলেন। এই ছাঁটাইয়ের ফলে উড়োজাহাজ নিরাপত্তায় প্রভাব পড়ছে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।