পরমাণু ইস্যুতে বেইজিংয়ে চীন, ইরান ও রাশিয়ার বৈঠক শুরু

তেহরানের পরমাণু ইস্যুতে বেইজিংয়ে চীন, ইরান ও রাশিয়ার কূটনৈতিক আলোচনা
ইরান, রাশিয়া ও চীনের জ্যেষ্ঠ কূটনীতিকরা শুক্রবার (১৪ মার্চ) বেইজিংয়ে তেহরানের পরমাণু ইস্যু নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। ইরান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যানের পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে এই উচ্চপর্যায়ের বৈঠক বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের সভাপতিত্ব করছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু।
এদিকে, একই দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্কে রুদ্ধদ্বার বৈঠক করছে, যেখানে ইরানের ইউরেনিয়াম মজুদের সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।
২০১৫ সালে ইরান যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে পারমাণবিক কর্মসূচি সীমিতকরণের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের চুক্তিতে সম্মত হয়েছিল। তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।
সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়ে আলোচনা প্রস্তাব দিয়েছেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তা নাকচ করে দিয়ে বলেছেন, "হুমকি থাকা সত্ত্বেও আমরা আমেরিকার সঙ্গে আলোচনায় বসব না। ট্রাম্প যা খুশি করতে পারেন।"
এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, "আমরা ইতোমধ্যেই একটি চুক্তিতে পৌঁছেছিলাম, যা ট্রাম্প ছিঁড়ে ফেলেছিলেন। তারা প্রতিশ্রুতি রক্ষা করবে না জেনেও কেন আমরা নতুন করে আলোচনা করব?"
খামেনি আরও জানান, ট্রাম্পের পাঠানো চিঠি তিনি দেখেননি, এটি সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার মাধ্যমে পাঠানো হয়েছে।