কানাডার ওপর শুল্ক দ্বিগুণের ঘোষণা দিয়ে পিছু হটল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার ঘোষণা দেন, যা আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করে। তবে কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত থেকে সরে আসে।
ঘটনার সূত্রপাত হয় অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের এক হুমকির পর, যেখানে তিনি শুল্ক প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেন। ট্রাম্প এক্সে পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানান, কানাডাকে এমন শিক্ষা দেওয়া হবে যা ইতিহাসে স্থান পাবে। এরপরই তিনি ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।
তবে পরে ফোর্ড নমনীয় হন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধের চিন্তা বাদ দিয়ে মার্কিন অর্থমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন। এরপর হোয়াইট হাউজ জানায়, ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। তবে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক এবং অন্যান্য দেশের ওপর ধার্যকৃত শুল্ক বুধবার থেকে কার্যকর হবে।
হোয়াইট হাউজের মুখপাত্র কুশ দেশাই বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক শক্তির জোরেই জনগণের জয় নিশ্চিত হয়েছে। তার নির্বাহী আদেশ অনুযায়ী, ১২ মার্চ রাত ১২টা থেকে কানাডাসহ আমাদের সব বাণিজ্যিক অংশীদারের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।
এই বাণিজ্য দ্বন্দ্বে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়, ট্রাম্পের ঘোষণার পর শেয়ারবাজারে ব্যাপক পতন ঘটে। তবে ফোর্ডের নমনীয় অবস্থান এবং ইউক্রেনের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর পর বাজার কিছুটা স্থিতিশীল হয়।
ট্রাম্প অবশ্য বাজারের অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন নন এবং জানিয়েছেন, অর্থনীতি পুনর্গঠনের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।