বুধবার ১২ মার্চ ২০২৫, ফাল্গুন ২৮ ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

ব্রেকিং

মাগুরার শিশুটির অবস্থার ‘অবনতি’, দোয়া চাইলেন প্রেস সচিব লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর আপাতত ইসিতে থাকলেও স্বাধীন ডেটা অথরিটির কাছেই যাবে এনআইডি ড. ইউনূসের তিন শূন্যের পৃথিবী : শোষণ ও দূষণমুক্ত বিশ্বের সম্ভাবনা বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার নির্দেশ হাইকোর্টের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না: হাই কোর্ট মোয়াল্লেমের ব্যাগ ও পকেটে ৫০ লাখ টাকার স্বর্ণ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন সারা দেশে চিকিৎসকদের ধর্মঘট রিয়াজ হত্যা: সাবেক প্রতিমন্ত্রী পলকসহ দুই ঢাবি ছাত্রলীগ নেতা রিমান্ডে এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ঘর, ১৫ লাখ টাকার ক্ষতি সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার তিনদিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ মাদ্রাসা ছাত্র হত্যা: সাবেক এমপি সোলায়মান সেলিম রিমান্ডে সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ এনসিপি ‘গোলমাল’ করে নির্বাচন ‘পেছাতে চাইছে’: ফারুক আলোচনায় বসবো না, যা ইচ্ছা করুন: ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট কানাডার ওপর শুল্ক দ্বিগুণের ঘোষণা দিয়ে পিছু হটল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে নাসার প্রধান বিজ্ঞানী বরখাস্ত, বাড়ছে ছাঁটাইয়ের শঙ্কা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:১৩, ১২ মার্চ ২০২৫

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে নাসার প্রধান বিজ্ঞানী বরখাস্ত, বাড়ছে ছাঁটাইয়ের শঙ্কা

ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে নাসায় ছাঁটাই, জলবায়ু গবেষণায় অনিশ্চয়তা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জলবায়ু পরিবর্তন গবেষণাকে দুর্বল করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে নাসা মঙ্গলবার তাদের প্রধান বিজ্ঞানীসহ আরও কয়েকজন কর্মকর্তাকে বরখাস্তের ঘোষণা দিয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে প্রাথমিকভাবে ২৩ জন কর্মী চাকরি হারিয়েছেন, তবে আরও ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।

প্রথম ধাপে নাসার প্রধান বিজ্ঞানী ক্যাথরিন ক্যালভিনের কার্যালয় বন্ধ করা হয়েছে। জাতিসংঘের জলবায়ু প্রতিবেদনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্যালভিনসহ কয়েকজন মার্কিন বিজ্ঞানীকে গত মাসে চীনে অনুষ্ঠিত একটি প্রধান জলবায়ু সম্মেলনে যোগ দিতে দেওয়া হয়নি।

সংস্থার মুখপাত্র শেরিল ওয়ার্নার জানান, নাসা কর্মীসংখ্যা হ্রাসের একটি প্রক্রিয়া শুরু করেছে, যা "রিডাকশন ইন ফোর্স (RIF)" নামে পরিচিত। ইতোমধ্যেই কয়েকজন কর্মীকে ১০ মার্চ এই বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়েছে।

এছাড়া, অফিস অফ টেকনোলজি, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এবং অফিস অফ ডাইভারসিটি, ইক্যুইটি, ইনক্লুশন ও অ্যাক্সেসিবিলিটি শাখাগুলোকেও বাদ দেওয়া হয়েছে।

নাসার বর্তমান প্রধান, ট্রাম্প মনোনীত জ্যারেড আইজ্যাকম্যানের হস্তক্ষেপের ফলে সংস্থাটি এখনও পর্যন্ত অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের তুলনায় তুলনামূলক কম ছাঁটাইয়ের শিকার হয়েছে।

ই-পেমেন্ট বিলিয়নেয়ার ও স্পেসএক্স গ্রাহক আইজ্যাকম্যানকে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং সরকারি ব্যয় কমানোর মূল পরিকল্পনাকারী ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হয়।

জলবায়ু গবেষণায় নাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ পরিচালনা, বায়ুবাহিত ও স্থলভিত্তিক গবেষণা, অত্যাধুনিক জলবায়ু মডেল তৈরি এবং গবেষণা ও জনসাধারণের জন্য ওপেন-সোর্স ডেটা সরবরাহের মাধ্যমে অবদান রাখে।

ট্রাম্প এর আগেও জলবায়ু পরিবর্তনকে "প্রতারণা" বলে অভিহিত করেছেন এবং জাতিসংঘ ও বৈশ্বিক জলবায়ু বিজ্ঞানকে উপেক্ষা করে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তি থেকে প্রত্যাহার করেছেন।

এছাড়া, ট্রাম্প প্রশাসন দেশের আরেকটি গুরুত্বপূর্ণ জলবায়ু গবেষণা সংস্থা, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)-এর শত শত কর্মী বরখাস্ত করেছে এবং আরও ছাঁটাইয়ের আশঙ্কা করা হচ্ছে।