নারীর প্রতি সহিংসতা বেড়েছে, সমতার জন্য বিশ্বকে এক হতে হবে – জাতিসংঘ মহাসচিব

নারীদের প্রতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বৈষম্য আজ আরও গভীর সংকটের দিকে এগোচ্ছে। বিশ্বব্যাপী নারীদের অধিকার হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে বলেন, "নারীদের শরীর এখন রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে।"
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "বিশ্ব আজ এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে নারীদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে, পক্ষপাতদুষ্টতা বাড়ছে এবং হয়রানি নতুন মাত্রা পাচ্ছে। ডিজিটাল প্রযুক্তি একদিকে যেমন সুযোগ এনে দিচ্ছে, অন্যদিকে এটি নারীদের কণ্ঠস্বর স্তব্ধ করছে, পক্ষপাতকে আরও উসকে দিচ্ছে এবং সহিংসতাকে ত্বরান্বিত করছে।"
জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, "সমান অধিকারের ধারণাকে মূলধারায় আনার পরিবর্তে আমরা উগ্রবাদ ও নারী বিদ্বেষের উত্থান দেখছি। অনলাইনে সহিংসতা বাস্তব জীবনেও সহিংসতায় রূপ নিচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে নারীরা আরও পিছিয়ে পড়বে।"
নারীদের ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "লিঙ্গ সমতা শুধু ন্যায্যতার বিষয় নয়, এটি ক্ষমতার বিষয়ও। এটি নির্ধারণ করে কারা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় থাকবে এবং কারা বাইরে থাকবে। সমাজে প্রচলিত সেই কাঠামোগুলো ভেঙে ফেলতে হবে, যা বৈষম্যকে টিকিয়ে রাখে। নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হলে, বিশ্ব আরও উন্নত হবে।"
গুতেরেসের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জাতিসংঘের নারী সংস্থার নির্বাহী পরিচালক সীমা বোস বলেন, "এ বছরের মতো সমতার আহ্বান আর কখনো এত জরুরি ছিল না। নারীদের সামনে বাধা যতই আসুক, তাদের সংকল্প এখন আরও দৃঢ় ও অবিচল।"