এক্সে সাইবার হামলা, জানালেন ইলন মাস্ক

সাইবার হামলা হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। সাধারণ নয়, বরং বড় আকারে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন ইলন নিজেই।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, গতকাল সোমবার সকাল থেকে এক্সে সাইবার হামলা শুরু হয়। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এক্স ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হন। অনেকে নিজের আইডিতে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেন। যদিও এ সমস্যার মধ্যে কখনো কখনো মাইক্রো ব্লগিং সাইটটিতে ঢোকা যাচ্ছিল।
পরবর্তীতে সমস্যাটি নিয়ে এক্সেই পোস্ট দেন ইলন মাস্ক। তিনি লেখেন- এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে (এখনও হচ্ছে)।
সাইবার নিরাপত্তা বিশষেজ্ঞরা বলেছেন, এক্সের পরিচালন প্রক্রিয়া না দেখে কিছু বলা ঠিক হবে না। সমস্যাটা বেড়ে যাচ্ছে, সময় নিয়েছে। ধারণা করা যেতেই পারে এটি সাইবার হামলা।
এর আগেও এক্সে সাইবার হামলার অভিযোগ তুলেছিলেন ইলন মাস্ক। যদিও সে সময় কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। এবারও নিজের অভিযোগের পেছনে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।