ট্রুডোর উত্তরসূরির নাম ঘোষণার পথে কানাডা

কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি রোববার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে ট্রুডোর এই উত্তরসূরি পার্টির প্রধান এবং সরকার প্রধান দুইই হবেন।
ট্রুডো ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরই কানাডায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন নেতা বেছে নিচ্ছে লিবারেল পার্টি। ভোটাভুটির মাধ্যমে এই নেতা নির্বাচন করা হচ্ছে।
ট্রুডোর উত্তরসূরি হওয়ার দৌড়ে আছেন চার জন। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক সেন্ট্রাল ব্যাংক কর্মকর্তা মার্ক কার্নে। ব্যাঙ্ক অব কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা কার্নেকে ট্রুডোর মন্ত্রিসভার প্রায় দুই-তৃতীয়াংশই সমর্থন দিয়েছে।
ফেব্রুয়ারিতে মেইনস্টিট পরিচালিত জরিপে দেখা গেছে, লিবারেলদের মধ্যে কার্নে ৪৩ শতাংশ সমর্থন পেয়েছেন, যেখানে তার প্রধান প্রতিপক্ষ সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পেয়েছেন ৩১ শতাংশ সমর্থন। গত ডিসেম্বরে ট্রুডোর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর থেকেই ফ্রিল্যান্ডের সমর্থন বেড়েছে এবং লিবারেল পার্টির অভ্যন্তরে অসন্তোষ বৃদ্ধি পেয়েছিল, যা ট্রুডোর পদত্যাগের অন্যতম কারণ হয়ে ওঠে।
লিবারেল পার্টির সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজার। তারা গোপন ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করেছেন, যার ফলাফল ঘোষণা করা হবে রোববার।
মার্ক কার্নে নির্বাচিত হলে তিনি হবেন কানাডার প্রথম প্রধানমন্ত্রী, যিনি এর আগে কোনো মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেননি। ব্যাংক অব কানাডার গভর্নর থাকার পর তিনি ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের প্রথম অ-ব্রিটিশ গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। অর্থনৈতিক সংকট মোকাবিলায় তার দক্ষতা থাকায়, অনেকেই মনে করছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সামলাতে সক্ষম হবেন।
নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কানাডায় সাধারণ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে, যদি তা না হয়, তাহলে বিরোধী দল এ মাসেই অনাস্থা ভোটের মাধ্যমে সরকারকে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাধ্য করতে পারে।
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে কানাডার বিরুদ্ধে একাধিক কটূক্তি ও শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে লিবারেল পার্টির চার নেতাই অবস্থান নিয়েছেন এবং প্রচারের সময় বারবার ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন।