পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির পুনরুদ্ধারের লক্ষ্য ভারতের: জয়শঙ্কর

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মিরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার পর এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির পুনর্দখলের লক্ষ্য নিয়েছে ভারত।
বুধবার (৬ মার্চ) ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, কাশ্মির ইস্যুতে ভারত ধাপে ধাপে এগোচ্ছে। প্রথম ধাপে ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়। দ্বিতীয় ধাপে জম্মু ও কাশ্মিরের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের দিকে মনোযোগ দেওয়া হয়। তৃতীয় ধাপে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, যেখানে বিপুল ভোটার অংশগ্রহণ করেছেন। এখন চতুর্থ ধাপে লক্ষ্য হলো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরকে ভারতের মানচিত্রভুক্ত করা।
তিনি বলেন, ‘জম্মু-কাশ্মিরের যে অংশ পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, সেটিকে পুনরুদ্ধার করাই আমাদের পরবর্তী পদক্ষেপ। যদি আমরা এটি অর্জন করতে পারি, তাহলে কাশ্মির ইস্যু বলে আর কিছু থাকবে না, এটিই হবে সংকটের চূড়ান্ত সমাধান।’
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন শেষ হলে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীরের শেষ রাজা হরি সিং স্বতন্ত্র থাকার পক্ষে ছিলেন, কিন্তু পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে তিনি ভারতীয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ভারত-পাকিস্তান যুদ্ধের পর কাশ্মীর তিন ভাগে বিভক্ত হয়— ৪৩% ভারতের, ৩৭% পাকিস্তানের এবং ২০% চীনের দখলে যায়। ২০১৯ সালে বিজেপি সরকার ভারতের অংশে থাকা ৩৭০ ধারা বাতিল করে স্বায়ত্তশাসনের সুযোগ বন্ধ করে দেয়।
জয়শঙ্করের বক্তব্যের পর দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও জটিল হতে পারে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়াও সৃষ্টি হতে পারে।