ওমরাহ যাত্রীদের সতর্ক থাকার আহ্বান: সৌদি মন্ত্রণালয়

সৌদি আরব
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ যাত্রীদের নিজ নিজ লাগেজ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। নিষিদ্ধ সামগ্রী বহন এড়াতে এবং অনুমোদিত বিধিনিষেধ মেনে চলতে মুসল্লিদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে নিষিদ্ধ সামগ্রীর তালিকা দেওয়া হয়েছে, যেখানে রয়েছে আতশবাজি, জাল মুদ্রা, অনিবন্ধিত ওষুধ, নজরদারি যন্ত্র, রাডার ডিটেক্টর, স্টান গান, লেজার কলম এবং গোপন ক্যামেরা। নিরাপদ যাত্রার জন্য মুসল্লিদের সৌদি জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিষিদ্ধ সামগ্রীর তালিকা পর্যালোচনা করতে বলা হয়েছে।
এছাড়া, কাবা শরিফগামী বিমানযাত্রীদের লাগেজ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে, অনুপযুক্ত বা অনিয়মিত আকারের ব্যাগ বহন না করতে বলা হয়েছে। গোলাকার বা কাঠামোবিহীন ব্যাগ নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো উড়োজাহাজের ওভারহেড কম্পার্টমেন্টে রাখা কঠিন হতে পারে।
কাপড়ের ব্যাগ বহন না করার পাশাপাশি অতিরিক্ত ভারী লাগেজ, অতিরিক্ত বড় স্যুটকেস এবং লম্বা স্ট্র্যাপ বা অতিরিক্ত বাকলযুক্ত ব্যাগ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি মন্ত্রণালয় আরও বলেছে, যাত্রার আগে এয়ারলাইনের লাগেজ নীতিমালা যাচাই করে নেওয়া উচিত, যাতে যাত্রাপথে কোনো বিলম্ব বা সমস্যা না হয়।